আসসালামু আলাইকুম
আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে সব সময় সাপোর্ট দেওয়ার জন্য।
আমার কিছু কথা :
আমি জানি ট্রিকবিডিতে Wapkiz নিয়ে অনেক পোস্ট আছে। কিন্তু আমি যে বিষয়ে পোস্ট করবো সে বিষয় নিয়ে কোন পোস্ট নাই।
যা আমার আগের পোস্ট দেখলেই বুঝবেন।
প্রথমেই এইখানে ক্লিক করে একটা লোগো বানিয়ে নিন।
অথবা আপনি picsart/pixellab ব্যাবহার করেও লোগো বানিয়ে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা।
এবার লোগো বানানো শেষ হলে এইখানে ক্লিক করুন
এবার স্ক্রিনশট ফলো করুনস্ক্রিনশটে দেখানো ৩ ডট এ ক্লিক করুন
তারপর আপনার গুগুল একাউন্ট দিয়ে লগিন করে নিন।
লগিন করা শেষ হলে স্ক্রিনশটে দেখানো যায় গায় ক্লিক করুন
তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করে আপনার বানানো সেই লোগোটি সিলেক্ট করুন।
নিচের দেখানো জায়গায় ক্লিক করুন
তারপর Direct Link সিলেক্ট করুন
তারপর সম্পুর্ণ লিংক টা কপি করুন
এবং স্ক্রিনশট দেখে কাজ করুন
Preset (Template) এ ক্লিক করে Download Site সিলেক্ট করুন
তারপর আবার Panel এ এসে Header এ ক্লিক করুন
তারপর নিচের স্ক্রিনশটের দেখানো জায়গায় ক্লিক করে ২য় নাম্বার টা ডিলেট করুন।
এখন ভালোভাবে স্ক্রিনশট ফলো করুন
প্রথম কোড টা ইডিট করতে হবে
এইখানে ক্লিক করুন
এই লেখা টা মুছে লোগোর যে লিংক টা কপি করছিলেন ঐটা পেস্ট করে দেন
এবার Edit এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
যাওয়ার আগে কিছু কথা
যাদের ট্রিকবিডিতে একাউন্ট আছের তাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় বা কোন প্রশ্ন করার থাকে তারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন? কারন যাদের একাউন্ট নেই তারাও সমস্যা গুলোর সমাধান জানতে পারবে।
আর যাদের একাউন্ট নেই তারা আমার ফেইসবুকে নক করতে পারেন?
আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনসাআল্লাহ