হ্যালো বন্ধুরা … আশা করি সবাই ভালো আছেন । আর ব্লগারবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে ।

আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার জন্য ।

আমি জাভা ফোন দিয়ে ব্লগিং করতেছি তাই প্রতি পদক্ষেপে বিভিন্ন সমস্যার সম্মুখে পড়তে হচ্ছে ।

তো আর কথা বাড়াব না । এবার কাজের কথায় আসি ।
আমি বলেছিলাম আজ অনেক কাজ করব তাই লেগে পড়ি ।

এখন আমরা প্রথমে Header & Footer এর কাজ করব ।

প্রথমে Wapkiz এ LogIn করে আপনার সাইটের প্যানেল মুড এ যান । তারপর ।

Header Page (-1)

Extra Menu হতে Header এ যান ।

নিচের মত পেজ আসবে ।
Menu থেকে html/tag code সিলেক্ট করে Go তে ক্লিক করুন ।

এবার নিচের মত পেজ আসবে ।

উপরে প্রথম বক্সে নিচের কোড টি বসান এবং

সবকিছু ঠিক রেখে Oke করে দিন ।।

Code Copy Form below
কোড এখানে দিলে কাজ করবে না । তাই নিচ থেকে কোড গুলো .txt আকারে আছে শুধু ডাউনলোড করে নিন ।

Download : Header Code.Txt

ব্যাস হেডারের কাজ শেষ । এবার Footer এর কাজ ।

Footer Page (-2)

নিচের মত করে যান ।


এবার আবার Html / Tag Code Select করে Go তে যান ।

নিচের মত বক্সে কোড দিন এবং সব কিছু ঠিক রেখে Oke করে দিন ।

Download : Footer Code.Txt

এই তো ফুটারের কাজও শেষ । এবার Home Page এর কাজ করব ।

Home Page (0)

প্রথমে নিচের মত যান ।

এবার নিচের মত আসবে ।
এখন Menu থেকে Html / Tag Code দিয়ে Go তে যান । ।

এখন নিচের মত আসবে ।


এই প্রথম বক্সে নিচের কোড টি বসান এবং
সব কিছু ঠিক রেখে Oke করে দিন ।
Download :
Home Page Code.txt
এই তো আমাদের Home Page এর কাজ শেষ হলো ।

এবার আমরা Css Themes এর কাজ করব ।

Css Themes

নিচের টা দেখুন ।

নিচের মত Edit Full Css এ ক্লিক করুন ।

এখন নিচের বক্সে Css Code Download করে বসিয়ে Edit / Edit Css ক্লিক করে দিন ।

Download : Css Themes Code.txt

ব্যাস এই কাজ ও হয়ে গেল ।

এবার আমরা সাইটের মূল কাজ টি করব আর সেটা হলো Head Tag Meta Style ( Meta Header ) |

Meta Header

নিচের মত যান ।

নিচের মত বক্স আসবে ।

এখন উপরের প্রথম বক্সে নিচের কোড টি বসিয়ে Edit এ ক্লিক করে দিন ।

Download : Meta Header Code.txt

আমাদের আজকের কাজ এখানেই শেষ হলো ।
আগামী পর্বে অল্প কিছু পেইজ ডিজাইন করব ।

এই টিউটরিয়ালের ৩য় পর্ব ইতিমধ্যে শেয়ার করা হয়েছে ।

Link : BloggerBD.Xyz


আশা করি ভালো লেগেছে ।
ভালো লাগলে কমেন্টে মতামত জানিয়ে উৎসাহিত করবেন ।

Stay With BloggerBD.Xyz .. Thank You …..

11 thoughts on "Wapkiz এ বিকাশ ফেক সাইট বানিয়ে সহজেই আয় করুন [ পর্ব ২ ও ৩ ]"

  1. Nadimmoon Contributor says:
    Bro VI income kamnea hobea boli an please
    1. MD Osman Gani Contributor Post Creator says:
      জ্বি ,, পার্ট ৩ তে এই নিয়ে আলোচনা করা হয়েছে ।
      চাইলে দেখে আসতে পারেন ।
      https://bloggerbd.xyz
  2. MD Osman Gani Contributor Post Creator says:
    জ্বি ,, পার্ট ৩ তে এই নিয়ে আলোচনা করা হয়েছে ।
    চাইলে দেখে আসতে পারেন ।
    https://bloggerbd.xyz
  3. Creative Fahim Contributor says:
    Apnar Screen Short Er Java Phone tar Browser Konta?!
    1. MD Osman Gani Contributor Post Creator says:
      এই বিষয়ে পোস্ট লিখেছি দেখতে পারেন ।
  4. MD Osman Gani Contributor Post Creator says:
    এই বিষয়ে টিউটরিয়াল তৈরি করতেছি । কালকের ভিতর ই পাবলিস করা হবে https://bloggerbd.xyz তে
  5. sujon mahmud Contributor says:
    Bro home page setup korte kon folder ta click korbo tar jonno to kisui mark koren nai
    1. MD Osman Gani Contributor Post Creator says:
      আপনি আর একবার পোস্ট টি পড়ুন 😀
  6. Tarik Rahaman Contributor says:
    আপনার কোড গুলো ওয়েপকিজ থেকে ডাউনলোড করতে গেলে। reloe দেখায়।মনে হয় নষ্ট হয়েছে।তাই,দয়া করে।থিমটা দিন।

Leave a Reply