Site icon Trickbd.com

[part-1]মাত্র ৫ মিনিটে তৈরি করে ফেলুন Bonijava.Wapkiz.com এর মতো Wapaxo সাইট(না দেখলে চরম মিছ)

Unnamed

আসসালামু আলাইকুম।আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো এবং যানতে পারবো।

একটা কথাঃ আমি একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল আমার যদি ভুল হয় তাহলে কেউ খারাপ কমেন্ট করবেন না।আর যদি পারেন তাহলে কমেন্টে ভুলটা দেখিয়ে দিবেন।তাহলে আমি ভুলটা সংশধনের চেষ্টা করব।আর পোষ্টটা পড়ে যদি,একটুও উপকৃত হন তাহলে একটা কমেন্ট ও একটা লাইক দিয়ে যাবেন।
আশা করি আপনার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে,আজ কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি?


তো চলুন শুরু করা যাক।
আপনারা হয়তো Bonijava সাইটের সাথে কম বেশি সবাই পরিচিত।তাছাড়া ফেসবুকে আমার থেকে এই থিমটি সর্বনিম্ন ২০ থেকে ৩০ জন চেয়েছে।তাই আমি এই থিমটি আজকে শেয়ার করতে চলেছি।বিঃ দ্রঃ এই থিমটি আমি বিভিন্ন খন্ডে খন্ডে শেয়ার করবো।আমি যে যে খন্ডে যা নিয়ে পোষ্ট করবোঃ
প্রথম পর্বঃ কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন?

দিতীয় পর্বঃ সাইটের সিএসএস এবং মেতা হিডার।
তীতৃয় পর্বঃ সাইটের হিডার এবং ফুটার।
চতূর্থ পর্বঃ হোম পেজ এবং সার্চ পেজ।
পঙ্চম পর্বঃ প্রফাইল পেজ এবং ক্যাটাগরি পেজ।
ষষ্ঠ পর্বঃ ডাউনলোড পেজ এবং চ্যাটরুম পেজ।
আরো ইত্যাদি পর্বে সম্পূর্ণ থিমটি শেয়ার করবো।

অনেক্ষণ যাবৎ অনেক কথা বলে ফেল্লাম।তো চলুন এবার কাজের কথায় আসা যাক।
বিঃ দ্রঃ আল্লাহ্ রহমতে আমি যদি বেচে থাকি তাহলে ধিরে ধিরে সকল পার্ট আপনাদের মাঝে শেয়ার করবো।আর দয়া করে কেউ এই পোস্টটি দেখে হাসবেন না।কারণ এই পোষ্ট সস্পর্কে অনেকেরই ধারণা নেই।
প্রথমেই থিমটির ডেমো দেকে নিন।
Bonijava Dimo
পার্ট ১:এই পর্বে আমি আপনাদের শেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন।

প্রথমে আপনি এখানে ক্লিক করুন অথবা আপনার সার্চবারে wapaxo.com লিখে ঢুকুন।
এরপর Registar লেখাতে ক্লিক করুন।নিচের মতো করে।

এখন একটু নিচে এসে ইনফর্মেশনগুলো পুরণ করুন।
Username: এখানে আপনার ইউজারনেম দিন.
Email: এখানে আপনার ইমেইল দিন.
Password: এখানে আপনার পার্সওয়ার্ড দিন.
Repassword: এখানে একই পাসওয়ার্ড দিন।নিচের মতো করে।

Captcha: এখানে একটা ফটো দেওয়া আছে।হুবহু ফটোতে লেখাগুলো নিচের বক্সে লিখুন।
নিচের বক্সে টিক দিয়ে Registar তে ক্লিক করুন।নিচের মতো করে।

এখন সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচের মতো পেজে নিয়ে যাবে।

এখন বক্স গুলো পূরণ করুন।
Create Domain: এখানে আপনি আপনার সাইটের নাম কি দিবেন সেইটা লিখুন।
এবার এর নিচ থেকে একটা ডোমেইন সিলেক্ট করুন।
Description:এখানে আপনি আপনার সাইট সম্পর্কে কিছু লিখুন।তবে না লেখলেও কোনো সমস্যা নেই।

এখন একটু নিচে এসে নিচের মতো করে Select Category তে ক্লিক করুন।

Select Category তে ক্লিক করার পর নিচের মতো একটা পেজ ওপেন হবে।

Select Category:আপনি যে সম্পর্কে সাইট তৈরি করতে চান সেইটা সিলেক্ট করুন।তবে আমরা Bonijava এর মতো সাইট তৈরি করতেছি আর Bonijava তো ডাউনলোড সাইট তাই অমরা Download অপশন সিলেক্ট করবো।এরপর Create Now তে ক্লিক করুন।নিচের মতো করে।

যদি নিচের মতো পেজ আসে তাহলে হয়ে গেছে।

জাভা বিষয়ে যেকোনো কিছু ডাউনলোড করতে চাইলে এখুনি ভিজট করুন Bonijava.Tk
আর যেকোনো Youtube Video 3gp আকারে ডাউনলোড করতে চাইলে এখুনি ভিজিট করুন Bkyoutube5 .

আজ এই পর্যন্তই।দেখা হবে পরের অন্য কোনো পোষ্টে।ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।আর পোষ্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করুন।আর একটা লাইক করবেন প্লিজ।