আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটে নতুন পেজ খুলা,পেজের লিংক তৈরি করা এবং সাইটে ব্যাবহার করা শেখাব । তবে আজকে ২য় পাট হবে । আমি আগের দিন ১ম পাট দেখিয়েছিলাম । প্রথম পাটে আমি পেজ তৈরি করা এবং লিংক তৈরি করা শিখিয়েছিলাম । আজ সাইটে বসানো শেখাবো ।

১ম পাটটি দেখতে এখানে ক্লিক করুন ।

তৈরি করা পেজ সাইটে বসাবেন যেভাবে ::

» আমি টপ ফাইল -এর পেজ তৈরি করেছিলাম । আপনার তৈরি করার পেজের লিংকটি কপি করুন ।

» তারপর লিংকটি সাইটে বসানোর জন্য নিচের html” টি পূরণ করুন ।

বিশেষ দ্রষ্টব্য :-পেজের লিংকটি “” -এ চিহ্নের ভিতরে দিবেন । তা না হলে কাজ করবে না ।

এই “html”টি পূরণ করার পর যে সাইটে পেজ খুলেছিলেন সেই সাইটের প্যানেল মুডে যান ।


তারপর “html/tag code” অপশনে ক্লিক করবেন ।

তারপর পূরণ করা কোডটি বসিয়ে দিন ।

তারপর নিজের ইচ্ছামতো যে কোন একটি জায়গাতে বসিয়ে দিন ।

এখন থেকে সাইটে “top file”{পেজের নাম অনুযায়ী} অপশনে ক্লিক করলে পেজের কোড অনুযায়ী বিষয় সমূহ দেখতে পারবেন । যেমন টপ ফাইল কোড বসানোতে আমার সাইটের টপ ফাইলগুলো দেখা যাবে ।

আশা করি সকলে বুঝতে পেরেছেন । ভালো লাগলে কমেন্ট করুন ।

Leave a Reply