Site icon Trickbd.com

শিখে নিন ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলে থামবনেইল যুক্ত করা

Unnamed

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না । সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলের জন্য “thumbnail” যোগ করা শেখাতে যাচ্ছি । সম্পূণ পোস্ট পড়লেই ইনশাল্লাহ বুঝতে পারবেন । আশা করি সকলে সম্পূণ পোস্টটি পড়বেন ।

আমি আগেই বলেছি যে আজ আমি ওয়াপকিজ সাইটের প্রতিটি ফাইলে “thubnail” যুক্ত করা শেখাব । এই ট্রিকটি অনেকেই জানেন না । বেশিরভাগ লোকেরই জানার কথা । তো চলুন শিখে নেওয়া প্রতিটি ফাইলের জন্য “thumbnail” যুক্ত করা ।

প্রতিটি ফাইলের জন্য যেভাবে “thumbnail” যুক্ত করা হবে তা ধাপে ধাপে বননা করা হলো :-

» প্রথমে যে সাইটের ফাইলে “thumbnail” যুক্ত করবেন ঠিক সেই সাইটের “panel mod”-এ যান ।

» তারপর “file manager (fm)” অপশনে ক্লিক করবেন ।

» তারপর যে ফাইলের জন্য “thumbnail” যুক্ত করতে চান ঠিক সেই ফাইলের “edit” অপশনে ক্লিক করুন ।

» এখন যে ছবিটি ফাইলের জন্য “thumbnail” দিতে চান সেই ছবিটির লিংক কপি করুন । যেমন আমি গুগল থেকে ওপেরা মিনির ছবির লিংকটি কপি করেছি ।

» তারপর ফাইলটির এডিট অপশনে ক্লিক করার পর যে পেজটি আসবে তার “thumbnail url” অপশনে ছবিটির লিংক পেস্ট করুন ।

» তারপর “edit” অপশনে ক্লিক করে দিবেন । তাহলে থাম্বনেইল শো করবে ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন ।