আমার নতুন আরেকটি ব্লগ আশা করি আপনারা এই ব্লগে প্রতিদিন ভিজিট করবেন।
আজকের আমার এই ব্লগে যে বিষয়টি নিয়ে লিখতে বসেছি সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার ওয়াপকিজ সাইটে ফিড বানাবেন বা কীভাবে ওয়াপকিজ সাইটে ফিড বানানো যায় সেটি নিয়ে।
আপনাকে স্বাগতম আমার এই পোষ্টে আশা করি আপনাদের এই পোষ্টটি ভালো লাগবে।
এখানে হয়তো অনেকে আছেন যাদের ওয়াপকিজে আপনার কোনো ওয়েবসাইট আছে বা কোনো ব্লগ সাইট আছে।
আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে তবে এই পোষ্টটি আপনার জন্যই কারন আমি এই পোষ্টে দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগ সাইটে ফিড বানাবেন।
তবে কীভাবে বানাবেন সেটি জানার আগে দেখে নিন ফিড কী? ফিডে ব্যবহার ও উপকারিতা।
Feed create thumbnail |
ফিড কী?
ফিড হচ্ছে আপনার ব্লগের পোষ্ট এর সোর্সকোড গুলো যেখানে থাকে সেটি হচ্ছে ফিড।
আপনি ইচ্ছে করলে ফিড দিয়ে আপনি নতুন নতুন স্টাইলের ওয়েবসাইট বানাতে পারবেন।
ফিড আসলে এমন একটি পেইজ যেখানে আপনার ব্লগের পোষ্টগুলো একটি নির্দিষ্টভাবে কোড আকার দেখাবে এবং গুগল সার্চ ইন্জিনকে আপনার সাইট ক্রোল করতে সাহায্য করে।
ফিডের ব্যবহার কী কী?
ফিড কী তা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, ফিড কী তা জানলেন কিন্তু এটি দিয়ে আসলে কী করে সেটি এখনো জানলেন না।
ফিডের ব্যবহার মুলতে ওয়েবসাইটে বিভিন্ন পোষ্টের সেকশন তৈরি করা কোনো এক্সটার্নাল সাইট থেকে পোষ্ট আপনার সাইটে দেখানো এবং সেই তালে তার ওয়েবসাইটের লিংকিং নিজের সাইটে স্থাপন করা।
ধরুন আপনি আপনার ব্লগের পোষ্টগুলোকে কাস্টমাইজড স্টাইলে উপস্থাপন করবেন তবে আপনি অবশ্যই ফিড ব্যবহার করবেন।
ফিডের উপকারিতাঃ
ফিডের উপকারিতা অনেক যা আপনি ব্যবহারের পরেই বোঝতে পারবেন।
ধরুন আপনি আপনার ওয়েবসাইটে একটি ইমেইল সাবস্ক্রিপশন বক্স যুক্ত করলেন যাতে যাতে যে কেউ তার ইমেইল দিয়ে আপনার ওয়েবসাইটের ফিড সাবস্ক্রাইব করতে পারে যাতে আপনি নতুন কোনো পোষ্ট করকর সাখে সাথেই সে তার ইমেইলের মাধ্যমে কী নিয়ে পোস্টটি লিখেছেন সেটি সে জানতে পারে।
এভাবে যদি সে প্রতিদিন ইমেইল পায় তাহলে সে প্রতিদিনই সে পোষ্ট পড়বে এতে আপনার লাভ হবে।
আপনি যদি ওয়েবসাইটে ফিড বার্নার সাবস্কিপন বক্স ব্যবহার করবেন তবে আপনাকে অবশ্যই আপসার ওয়েবসাইটে ফিড থাকতে হবে।
এবার আসা যাক কীভাবে ওয়াপকিজে ফিড তৈরি করবেন।
এরজন্য আপনাকে প্রথমে আপনার ওয়াপকিজ ব্লগের মেনু পেনেলে যেতে হবে পরে সেখান থেকে Feed Generate এ ক্লিক করতে হবে।
তারপর দেখুন এখানে ফিডের কোড দেওয়ার জন্য একটি বক্স এসেছে এবার এই বক্সে আপনি ফিড এর কোড গুলো দিয়ে সেইভ দিবেন তবেই একটি ফিড তৈরি হয়ে যাবে।
ফিড তৈরি করার জন্য যে কোডগুলো ব্যবহার করবেন সে কোডগুলো আমি নিচে দিয়ে দিয়েছি আপনি নিচ থেকে কোডগুলো কপি করে তারপর ফিড বক্সে দিয়ে ফিড তৈরি করে নিবেন।
<?xml version="1.0" encoding="utf-8"?> <rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"><channel>[blog]bid=tricks,l=20,o=u||<item><title>%title%</title><description><![CDATA[%text%]]></description><pubDate>::mapdate::</pubDate><link>:site_url:/page-view/%id%/%title%</link></item>[/blog]</channel></rss>
যদি বোঝতে কোথাও অসুবিধা হয় তবে কমেন্ট করতে পারেন কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করবো।