আসসালামু আলাইকুম।
বর্তমানে wapka সাইট গুলো তে সহজেই এডসেন্স পাওয়া যাচ্ছে। আমিও পেয়েছি।
আপনারা আমার সাইটটিতে দেখতে পারেন।
আর ওয়াপকা নতুন নতুন ফিচার দিয়ে মানুষদের আকৃষ্ট করছে। তাই মানুষের আগ্রহ বাড়ছে ওয়াপকার প্রতি ?।
আচ্ছা যাই হোক যারা বেসিক ওয়েবসাইট নিয়ে কাজ করছে আশা করি তাদের জন্য ভালো হবে।
আপনাদের শেয়ার করতে যাচ্ছি যেই ক্যাটাগরি কোডটি, এটা অটো হবে।
আর এরকম হবে।
অবশ্য আপনাদের blogbd এর সিএসএস ব্যবহার করতে হবে এমন ডিজাইন পাবার জন্য।
Demo Blogbd.wapka.co
ক্যাটাগরির কোড বসানোর জন্য ওয়াপকা এডমিন প্যানেল এ যান আর নিচের স্ক্রিনশট ফলো করুন।
আচ্ছা ক্যাটাগরি কোড হল
<br /><br /> header code: এ এটা বসাবেনঃ<br /><br /> <!---category--></p><br /><section><br /> <div class="category"><br /> <div class="cat-container"><br /> <div class="cat-header"><br /> <h2>Category<br /><br /> </h2><br /> </p></div><br /> <ul><br /> <p>Enter your codes এ এটা বসাবেনঃ</p><br /> <li><a href="SLUG(%name%);?fid=%id%&fname=%name%">%name%<span>%postnum%</span></a></li><br /> <p>footer এ এটা বসাবেন।</p><br /> </ul><br /> <p> <a class="more2" href="#">More</a></p></div><br /> </p></div><br /> </section><br /> <p>Configaration এ এটা বসাবেন<br /><br /> 100<br /><br /> old</p><br /> <p>
এখান থেকে কপি করুন।
এই থিমটির স্পেশাল ফিচার এডমিন প্যানেল, পয়েন্ট এড করা, উইথড্র করা ইত্যাদী।
তো আজ এই পর্যন্তই