Site icon Trickbd.com

Wapka Footer Ads কিভাবে Remove করবেন দেখে নিন। Wapka Code By Hridoymini

আসসালামু আলাইকুম।
প্রিয় Wapka user গণ সকলকে ট্রিকবিডিতে স্বাগতম। ওয়াপকা সকল ইউজার দের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি কোড যার মাধ্যমে ওয়াপকা Footer এ যে Popup এডস আছে সেটা রেমুভ হয়ে যাবে।

দীর্ঘ অনেক দিন যাবৎ ব্যবহার করছি। ভাবছিলাম শেয়ার করমু না। কিন্তু পরে ভাবলাম শেয়ার করি। এতে আপনাদেরও লাভ আমারও কিছু লাভ।

যাই হোক, কিভাবে করবেন সেই টপিকে চলে যাই।

আপনাদের ওয়াপকা সাইটে অবশ্যই দুইটা মেইন পেইজ আছে ১টি হল Header আরেকটি হল Footer?

যদি থেকে থাকে তাহলে footer পেইজে চলে যান।
সেখানে একটি কোড Paste করুন।


<script src="https://hridoymini.com/control.js"/
-ঃকোড এখান থেকে কপি করুনঃ-
এরপর “At The End” সিলেক্ট করে সাবমিট দিন *

আর যদি ফুটার পেইজ ব্যবহার না করে থাকেন তাহলে প্রতিটি পেইজের একদম নিচে এই কোড টি পেস্ট করে সাবমিট দিন।
অবশ্যই at the end সিলেক্ট করে নিবেন।

আর কোড টা যেমনই আছে ঐরকমই রাখুন কোন এডিট করতে যাবেন না পরে কাজ করবে না।

ডেমোঃ

তো আশা করি সবার ভালো লেগেছে।
উপকারে এসে থাকলে কমেন্টে জানাবেন, কোন সমস্যা থাকলেও জানাবেন।

ওয়াপকা কোন বিষয়ে হেল্প অথবা
ওয়াপকা ওয়েবসাইট কম টাকায় বানাতে চাইলে যোগাযোগ করুনঃ

  • আমাদের ওয়েবসাইটঃ Hridoymini.com
  • আমাদের টেলিগ্রামঃ Hridoymini.com Web Sell