আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি বলবো যে ওয়াপকিজতে If & Replace Function ব্যবহার করবেন।
এই If & Replace Function দিয়ে আপনার ওয়াপকিজ এ অনেক সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারি।কিন্তু যারা নতুন বা If & Replace Function সম্পর্কে যানে না তাদের জন্য এই পোষ্ট।

If Function

If Function দিয়ে কিছু জিনিস যাকে দেখতে অনুমতি দেবো সেই দেখতে পাবে।আর যাদের অনুমতি দেবো না তারা দেখতে পারবে।
If Funcation চার প্রকার এর হয়ে থাকে।
1. If Equal
2. If Not Equal
3. If Getar Then
4. If Less Then

এদের চিহ্ন রয়েছে।
1. If Equal = ‘=’
2. If Not Equal =’~’
3. If Getar Then =’>’
4. If Less Then =’
এটিতে শুধু সংখ্যা ব্যবহার করতে পারবেন।
(if 25>5)that true(/if)
এখানে প্রথমে যে 25 দেখছেন তার যদি এখনে যে >5 আছে তার বড় হয় তাহলে that true এ যেটা লিখবেন তা দেখাবে।ইচ্ছা মতো 25 & 5 change করতে পারবেন।
4. If Less Then ! <
এটি তেউ শুধু আপনি সংখ্যা ব্যবহার করতে পারবেন।
(if 5<25)that true(/if)
এখানে প্রথম যে প্রথমে 5 দেখছেন তা যদি পরের সংখ্যার চেয়ে ছোট হয় তাহলে that true তে যা লিখবে তা দেখাবে।

Replace Function

এটি দ্বারা আপনি যেকোনো লেখাকে বদলে দিতে পারবেন।যত গুলো লেখা বদলে দিতে চান তত গুলোই পারবেন।

[replace=(example is example)]example[]is||exam[]go[/replace]
এখনা আপনি প্রথমে যে লেখাটি লিখবেন তার যে কোনো খানের লেখা বদলে দিতে পারবেন।যেমন আমি example এবং is লেখা বদলে exam & go দিলাম।যে লেখাটা change করবেন তা example[]is দিয়েছি সেটাতে দিতে হবে।আর লেখাটার বদলে যা দিতে চান তা exam[]go এর ওখানে দিতে হবে।আপনি যত লেখা বদলাতে চান তা লেখাবেন এভাবে exam[]go[]jt দিতে হবে।একটি লেখা লিখ [] এটি দিয়ে পরে আরকটি লেখা লিখ লেখা শেষ হলে || এর দিয়ে ইচ্ছা মতো লেখা বদলান।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

10 thoughts on "Wapkiz এর If & Replace Function কিভাবে ব্যবহার করবেনƆ"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    ওয়াপকিজ ব্যতীত অন্য টপিকে পোস্ট করার চেষ্টা করুন
  2. Ashraful Author says:
    Vai ek topic e aar post na kore topic kichu diner jonno change korte paren.
  3. Regular_Teach Contributor says:
    ভাই এখানে পোষ্ট এপরুভ হতে কতো সময় লাগে?
  4. Regular_Teach Contributor says:
    ৬-৭ ঘন্টা হলো কোন খুজই নাই
    1. ⚔⚔◌–◌₣ƝǬÞƆƲƑ₣◌–◌৲ŀ Subscriber Post Creator says:
      Kalker ar modde hoye jabe

Leave a Reply