বর্তমান সময়ে ওয়েবসাইট থাকাটা জরুরী হোক সেটা কোন প্রকার কোম্পানী কিংবা ব্রান্ডের।
কারন এটাই আপনার ডিজিটাল ঠিকানা আর একটা ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ভাবে প্রফিট বের করতে পারেন চাইলেই
হতে পারে সেটা Physical কিংবা Digital প্রোডাক্ট
হয়তো আপনি বলতেই পারেন যে আপনি চাইলেই সোশ্যাল পেজ এ খুব সহজেই এগুলো সেল করতে পারবেন
জি অবশ্যই পারবেন সেটা পেইড কিংবা অর্গানিক মার্কেটিং করে ,
তবে একটা ওয়েবসাইট আপনার প্রফেশনালিজম কে যেমন প্রমোট করে ঠিক তেমনি ব্রান্ডকেও আরেকটু উচু পর্যায়ে নিয়ে যায়।
আর ওয়েবসাইট এর মাধ্যমে অনেক বাড়তি সুবিধা দেওয়া সম্ভব
ওয়েবসাইট তৈরী করলেই তো হবেনা একটা নাম ও দরকার হবে এর জন্য যেটা আপনার ওয়েবসাইট কে আরো আকর্ষনীয় করে তুলবে।
তাই বলে ডিজাইন টা সুন্দর করতে ভুলে যেওনা আবার
সব সময় ছোট এবং মনে রাখতে সহজ এমন নাম বাছাই করতে পারেন আপনার নিশ বুঝে
আর চাইলে ১৯৯ টাকায় একটি .Com ডোমেইন নিয়ে নিতে পারেন নিচের লিংক থেকে
.Com Domain (স্টক আউট নেক্সট সপ্তাহে আবার পাওয়া যাবে)
আর যদি আপনার ওয়েবসাইট এর জন্য নাম নির্ধারন হয়ে যায় তাহলে এবার দরকার হবে Hosting
আপনি চাইলে যে কোন হোস্টিং ব্যবহার করতে পারেন কিংবা চাইলে নিচের থেকেও অর্ডার করতে পারেন কম খরচে
5GB Space With 1GB Ram VPS Hosting + Free .Com Domain (1 Year)
এখন কথা হচ্ছে আপনি যদি ফ্রিতে Domain পেতে চান এর জন্য Freenom
আর ফ্রি Hosting এর জন্য 000webhost
এখানে আপনি Cpanel সহ 1000MB Storage পেয়ে যাবেন তবে মাঝে মাঝে সার্ভার ডাউন এর অভিজ্ঞতা পেতে পারেন।
আর কথা বাড়াচ্ছিনা মূল টপিকে ফিরে যাচ্ছি এখন আপনি যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন তবে,
খুব সহজেই Cyber Panel ব্যবহার করতে পারেন Amazon AWS, Digital Ocean, Azure , IBM Cloud, Kamatera, Linode, Vult, Googole Cloud এর মত প্লাটফর্মে ট্রায়াল নিয়ে।
Cpanel এর জন্য কিন্তু খরচ করতে হবে অন্যদিকে Cyber Panel ফ্রি জাস্ট একটু মাথা খাটিয়ে নিতে হবে
তাহলে আপনিও কম খরচে অনেক ভালো মানের হোস্টিং সুবিধা উপভোগ করতে পারবেন
তাহলে শুরু করা যাক আজকের টপিক
CyberPanel on Amazon AWS:
প্রথমে আপনাকে Amazon AWS সাইটে রেজিস্টার করতে হবে এবং একাউন্ট এক্টিভ করতে হবে।
একাউন্ট এক্টিভ হয়ে গেলে যেভাবে Instance বানাবেন চলুন দেখে নেওয়া যাক।
Instance তৈরী করার জন্য প্রথমে EC2 তে যেতে হবে এরপর Launch Instance এ ক্লিক করুন
আপনার Instance এর জন্য একটা নাম নির্বাচন করে লিখে দিন
আপনার এবার OS নির্বাচন করতে হবে Ubuntu তে ক্লিক করে দিন
Storage সর্বোচ্চ 30 GB নেওয়া যাবে ফ্রিতে
sudo apt-get upgrade
bash <(curl https://cyberpanel.net/install.sh || wget -O – https://cyberpanel.net/install.sh)
এবার আপনি স্ক্রিনশর্ট গুলো দেখতে থাকুন কোথায় Yes No Very Good দিতে হবে
1 – Install Cyber Panel With OpenLiteSpeed
যাদের সমস্যা হচ্ছে তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিতে পারো ফেসবুক থেকে এখানে ক্লিক করে
জানিনা কিছু শিখতে পেরেছেন কিনা কিন্তু একটু ফলো করে দেখুন আমি আর্টিকেল এ নিজের মার্কেটিং করার পাশাপাশি আপনাদের কেও একটা মজার জিনিস দিয়েছি আপনি চাইলে এখন নিজের সাইট ও হোস্ট করতে পারেন কিংবা ভার্চুয়াল প্রোডাক্ট হিসাবে সেল করতে পারেন সেটা আপনার ব্যাপার।
ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেওনা কিন্তু
তাহলে দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে
লেখকঃ – Cyber Prince
Website: CuteLancer.Com