Site icon Trickbd.com

Installing CyberPanel on Amazon AWS for Beginners + 199TK .Com Domain

বর্তমান সময়ে ওয়েবসাইট থাকাটা জরুরী হোক সেটা কোন প্রকার কোম্পানী কিংবা ব্রান্ডের।

কারন এটাই আপনার ডিজিটাল ঠিকানা আর একটা ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ভাবে প্রফিট বের করতে পারেন চাইলেই

 

হতে পারে সেটা Physical কিংবা Digital প্রোডাক্ট

 

হয়তো আপনি বলতেই পারেন যে আপনি চাইলেই সোশ্যাল পেজ এ খুব সহজেই এগুলো সেল করতে পারবেন

জি অবশ্যই পারবেন সেটা পেইড কিংবা অর্গানিক মার্কেটিং করে ,

তবে একটা ওয়েবসাইট আপনার প্রফেশনালিজম কে যেমন প্রমোট করে ঠিক তেমনি ব্রান্ডকেও আরেকটু উচু পর্যায়ে নিয়ে যায়।

 

আর ওয়েবসাইট এর মাধ্যমে অনেক বাড়তি সুবিধা দেওয়া সম্ভব

 

ওয়েবসাইট তৈরী করলেই তো হবেনা একটা নাম ও দরকার হবে এর জন্য যেটা আপনার ওয়েবসাইট কে আরো আকর্ষনীয় করে তুলবে।

তাই বলে ডিজাইন টা সুন্দর করতে ভুলে যেওনা আবার

 

সব সময় ছোট এবং মনে রাখতে সহজ এমন নাম বাছাই করতে পারেন আপনার নিশ বুঝে

 

আর চাইলে ১৯৯ টাকায় একটি .Com ডোমেইন নিয়ে নিতে পারেন নিচের লিংক থেকে

 

.Com Domain (স্টক আউট নেক্সট সপ্তাহে আবার পাওয়া যাবে)

 

আর যদি আপনার ওয়েবসাইট এর জন্য নাম নির্ধারন হয়ে যায় তাহলে এবার দরকার হবে Hosting

 

আপনি চাইলে যে কোন হোস্টিং ব্যবহার করতে পারেন কিংবা চাইলে নিচের থেকেও অর্ডার করতে পারেন কম খরচে

 

5GB Space With 1GB Ram VPS Hosting + Free .Com Domain (1 Year)

 

এখন কথা হচ্ছে আপনি যদি ফ্রিতে Domain পেতে চান এর জন্য Freenom

 

আর ফ্রি Hosting এর জন্য 000webhost

 

এখানে আপনি Cpanel সহ 1000MB Storage পেয়ে যাবেন তবে মাঝে মাঝে সার্ভার ডাউন এর অভিজ্ঞতা পেতে পারেন।

 

আর কথা বাড়াচ্ছিনা মূল টপিকে ফিরে যাচ্ছি এখন আপনি যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন তবে,

খুব সহজেই Cyber Panel ব্যবহার করতে পারেন Amazon AWS, Digital Ocean, Azure , IBM Cloud, Kamatera, Linode, Vult, Googole Cloud এর মত প্লাটফর্মে ট্রায়াল নিয়ে।

 

Cpanel এর জন্য কিন্তু খরচ করতে হবে অন্যদিকে Cyber Panel ফ্রি জাস্ট একটু মাথা খাটিয়ে নিতে হবে

 

তাহলে আপনিও কম খরচে অনেক ভালো মানের হোস্টিং সুবিধা উপভোগ করতে পারবেন

তাহলে শুরু করা যাক আজকের টপিক

 

 

CyberPanel on Amazon AWS:

 

প্রথমে আপনাকে Amazon AWS সাইটে রেজিস্টার করতে হবে এবং একাউন্ট এক্টিভ করতে হবে।

একাউন্ট এক্টিভ হয়ে গেলে যেভাবে Instance বানাবেন চলুন দেখে নেওয়া যাক।

 

Instance তৈরী করার জন্য প্রথমে EC2 তে যেতে হবে এরপর Launch Instance এ ক্লিক করুন

 


আপনার Instance এর জন্য একটা নাম নির্বাচন করে লিখে দিন 

 


আপনার এবার OS নির্বাচন করতে হবে Ubuntu তে ক্লিক করে দিন 

 

 
Instance টাইপ এ গিয়ে t2.micro (free tier eligble) নির্বাচন করুন 

 

 

 
একটা নতুন Key তৈরী করতে হবে তাই Create New Key Pair চলে যান 

 

 

 
আপনার Key Pair এর একটি সুন্দর ফুটফুটে নাম দিয়ে দিন 

 

 

 
Security Group এ গিয়ে Anywhere করে দিবেন এবং অবশ্যই Allow HTTP/HTTPS এ টিক মার্ক করে দিবেন।

 

 

 
এবার Edit Security Group এ চলে যান 

 

 

 
Custom TCP / Anywhere সাথে পোর্ট এর ঘরে 8090 বসিয়ে দিন

 

 

 

Storage সর্বোচ্চ 30 GB নেওয়া যাবে ফ্রিতে

 

 

 
সব ঠিক ঠাক থাকলে Launch Instance বাটনে ক্লিক করে দিন 

 

 

 

কিছুক্ষন সময় নিয়ে প্রসেসিং হবে অপেক্ষা করুন

 

 

 
Instance তৈরী হয়ে গেলে সরাসরি চলে যেতে পারেন 

 

 

 
৫-১০ মিনিট সময় নিবে প্রসেসিং চেকিং এবং রান করার জন্য 

 

 

 
সব রেডি হয়ে গেলে Instance এ টিক মার্ক দিয়ে Connect বাটনে ক্লিক করে দিন 

 

 

 
এবার EC2 Instance Connect ট্যাব থেকে Connect বাটনে ক্লিক করবো

 

 

 
আমাদের ব্রাউজারে Instance টি ওপেন হয়ে যাবে এবার কিছু কমান্ড ব্যবহার করতে হবে তা এড করে দিচ্ছি 
 
sudo apt-get update

 

 

 

sudo apt-get upgrade

 

 

 

 

 

 

যদি পাইথন ইন্সটল না থাকে তবে এই কমান্ড ব্যবহার করুন 
sudo apt-get install wget curl python python-pip python-dev -y
আর যদি আগে থেকেই ইন্সটল থাকে তবে দরকার নেই 

 

 

এবার আপনার Cyber Panel Install করার জন্য নিচের কমান্ড ব্যবহার করুন  

bash <(curl https://cyberpanel.net/install.sh || wget -O – https://cyberpanel.net/install.sh)

যদি কাজ না করে তবে নিচের টা ব্যবহার করুন 
sudo su – -c “sh <(curl https://cyberpanel.net/install.sh || wget -O – https://cyberpanel.net/install.sh)”

 

 

 

এবার আপনি স্ক্রিনশর্ট গুলো দেখতে থাকুন কোথায় Yes No Very Good দিতে হবে

 

1 – Install Cyber Panel

 

 

 

1 – Install Cyber Panel With OpenLiteSpeed

 

 

Y – Full Installation 

 

 

No – Default 

 

 

 
এবার Default Password এর জন্য d ব্যবহার করলে আপনার পাসওয়ার্ড হবে 123456 আর r যদি ব্যবহার করেন আপনাকে Random একটা পাসওয়ার্ড দেওয়া হবে সো এখানে r ব্যবহার করেন আর পাসওয়ার্ড একদম সবার শেষে পেয়ে যাবেন ইন্সটল হয়ে গেলে

 

 

Press – Y

 

 

 
Redis Process এর জন্য Y 

 

 

 
Watchdog Kill  এর ক্ষেত্রে Y

 

 

 
Install হয়ে গেলে visit Link , User Name , Password পেয়ে যাবেন তা দিয়ে লগিন করে ফেলুন জনাব

 

 

 
 
তাহলে এই তো Install করা শিখিয়ে দিলাম 

 


যাদের সমস্যা হচ্ছে তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিতে পারো ফেসবুক থেকে এখানে ক্লিক করে 

 

জানিনা কিছু শিখতে পেরেছেন কিনা কিন্তু একটু ফলো করে দেখুন আমি আর্টিকেল এ নিজের মার্কেটিং করার পাশাপাশি আপনাদের কেও একটা মজার জিনিস দিয়েছি আপনি চাইলে এখন নিজের সাইট ও হোস্ট করতে পারেন কিংবা ভার্চুয়াল প্রোডাক্ট হিসাবে সেল করতে পারেন সেটা আপনার ব্যাপার।

 

ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেওনা কিন্তু 

তাহলে দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে 

 

লেখকঃ – Cyber Prince 

Website: CuteLancer.Com