Site icon Trickbd.com

Filipbook তৈরি করেন কোডিং এর সাহায্য নিয়ে

সালামু লাকু

ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও
ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো Filipbook মানে বই তৈরি করবেন কোডিং
করে। আমি আছি মোঃ বাধন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ও হ্যাঁ চলছে রোজার মাস। সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই রোজা রাখবেন
আর বেশি বেশি ইবাদত করবেন। আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ Filipbook তৈরি করেন কোডিং এর সাহায্য নিয়ে
চলুন শুরু করিঃ-
প্রথমে ফাইলটি ডাউনলোড করেন।
Code File এ password দেয়া আছে। পোষ্ট পড়তে থাকুন পেয়ে যাবেন।
ফাইল Link (Google Drive) →↓←

Image অনুযায়ী কাজ করুন→↓←
১. filipbook ফাইলটি ওপেন করুন।

২. samples ফাইলটি ওপেন করুন।

৩. magazine ফাইলটি ওপেন করুন।

৪. pages ফাইলটি ওপেন করুন। এখানে আপনি যা দেখতে চান সেইগুলার ফটো রাখুন।

৫. যেমন আমি ফটো গুলো রেখেছি।
৬. অবশ্যই খেয়াল রাখবেন image গুলা jpg file এর হয়। অন্য কোন ফাইল দিলে হবে না। শুধুমাত্র jpg ফাইল কাজ করবে। এবং নাম দেবেন সিরিয়াল অনুযায়ী সংখ্যা। যেমন আমি দিয়েছি 1.jpg

৭. কাজ শেষ হয়ে গেলে বাইরে চলে আসুন filipbook ফাইল টি vs code editor সফটওয়্যার এ ওপেন করুন।

৮. samples ফাইলটি তে ক্লিক করুন।
৯. slider.html ফাইলটি তে ক্লিক করুন। ডান দিকে চলে যান। এখানে অনেক কোড লেখা আছে। নিচের দিকে ৭৮ নম্বর লাইনে চলে আসুন।
১০. আপনি যতগুলো ফটো নিয়েছেন ততগুলোর নাম্বার দিয়ে দিন। যেমন আমি নিয়েছি ৬২ টা ফটো। তাই আমি ৬২ লিখেছি।
১১. আউটপুট দেখার জন্য আমি লাইফ সার্ভার ব্যবহার করেছি। আপনার লাইভ সার্ভার না থাকলে আপনি ইন্সটল করে নিন।

১২. এখানে মাউস নিয়ে বাম দিকে টান দেন।
১৩. এখানে ক্লিক করলে জুম আউট এবং জুম ইন হবে।


আউটপুট দেখা যাচ্ছে। কাজ শেষ হয়ে গেছে।

password: annotatebd.com

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি
কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই
থাকুন। অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD
Badhon
ফেসবুক: Click Here
ওয়েব সাইট: Click Here

ন্যবা