আসসালামু আলাইকুম
এই পোস্টে আপনাদের জন্য রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাইটের প্লাগইন। প্লাগইন একটি ওয়েবসাইট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন ওয়েবসাইট ও বিগিনার এর জন্য। প্লাগইন ওয়েব সাইটের সৌন্দর্য বাড়ায়। বর্তমানে ওয়েবসাইটের সকল কাজই প্লাগইন এর মাধ্যমে করা যায়। তবে প্লাগিন ব্যবহারের সমস্যা হচ্ছে সাইড স্লো হয়ে যাওয়া। তাই অভিজ্ঞ developer খুব কমই প্লাগিন ব্যবহার করেন। তারা নিজেরাই কোডিং করে প্লাগিন এর কাজ করেন। একেবারে যেন ব্যবহার করে না এমন না কিছু কিছু প্লাগিন সবারই ব্যবহার করা উচিত। এই পোস্টে সেই রকম প্লাগিন গুলার সম্পর্কে আলোচনা করা হবে। এই পোস্টে ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সাইটের প্লাগিন এর ব্যবহার নিয়ে কথা হবে। প্লাগিন গুলার অনেক মোটামুটি সব ওয়েবসাইটি ই ব্যবহার করে । তবে আমি মনে করি প্রশ্ন উত্তর সাইটের জন্য প্রত্যেকটা প্লাগইনে খুবই গুরুত্বপূর্ণ। নিচে প্লাগিন সম্পর্কে বিস্তারিত, প্লাগিনের ডাউনলোড লিংক, ও প্লাগিন এর স্ক্রিনশট সহ উপস্থাপন করা হলো।
বিঃদ্রঃ এগুলো শুধু Question2Answer সাইটের থিম ব্যবহারকারীদের জন্য। কেউ WordPress এর থিম ভাববেন না।
প্রশ্ন-উত্তর ওয়েবসাইটের জন্য সেরা ছয়টি প্লাগইন।
- Basic AdSense: এটিকে সবার প্রথমে রাখা হয়েছে কারণ এটি একমাত্র প্লাগিন যেটা দ্বারা এডস েন্স এর বিজ্ঞাপন দেওয়া হয়। যখন ওয়েবসাইট এডসেন্স এপ্রুভাল হয়েছে তখন এই প্লাগিন এর মাধ্যমে এডসেন্স এর এড একটিভ করতে।
এডসেন্স পেলে স্ক্রিনশট এর মত Publisher ID ও Ad unit ID বসিয়ে সেভ করতে হবে। তারপর অ্যাড শো করবে।
আপনি যখন সি প্যানেল থেকে Question2Answer থিম ইন্সটল করবেন সাথেই প্লাগিন টি পেয়ে যাবেন। Download Plugin
Q2A Basic AdSense - Chat Room: মেসেজিং সিস্টেম চালু করার জন্য এই প্লাগিন ব্যবহার করা হয়। আমি মনে করি প্রত্যেকটা প্রশ্নোত্তর সাইটেই প্লাগিনটি ব্যবহার করা উচিত। মেসেজিং সিস্টেম চালু করার মাধ্যমে ইউজারকে ধরে রাখতে পারে। তখন ইউজার অধিকাংশ সময় ওয়েবসাইটে ম্যাসেজিং করার মাধ্যমে সময় দেয়। ভিজিটর বাড়ানোর জন্য সবচেয়ে বড় আইডিয়া। ব্যবহারকারীদের মধ্যে কমিউনিকেশন বাড়ানো যায়। পেমেন্ট দেওয়া ওয়েবসাইট গুলো মেসেজিং এর মাধ্যমে পেমেন্ট এর প্রমাণ দেখাতে পারেন। তাই এই প্লাগিনটি অন্যতম গুরুত্বপূর্ণ প্লাগিন।
Chat Room প্লাগিন এর মেসেজ সিস্টেম পাবলিক। আর প্রাইভেট মেসেজ সিস্টেম তো থিমেই আছে।
Download Plugin
Q2A Chat Room - Facebook login: এটি মূলত আপনার ওয়েবসাইটের সৌন্দর্য বাড়াবে। আপনার ওয়েবসাইটে ফেসবুকের ইনফর্মেশনের মাধ্যমেও লগইন করা যাবে। তাই এই প্লাগিনটিও গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাকে ফেসবুকে ডেব্লপার অপশনে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে Facebook apps ID ও apps security দিয়ে সেভ করতে হবে।
এরপর নতুন অ্যাকাউন্ট না খুলে ফেসবুকের ইনফরমেশন দিয়ে অটো অ্যাকাউন্ট খুলতে পারবে। এবং লগইন করতে পারবে। নিচের স্ক্রিনশট এর মত হবে।
Download Plugin
Q2A Facebook Login - Featured Question: প্রশ্ন-উত্তর ওয়েবসাইটের সিস্টেম হলো নতুন কোন প্রশ্ন করলে সেটা সামনে আসবে। আর এভাবেই পুরনো পোস্টগুলো একেবারে শেষ হয়ে চলে যাবে। এডমিন করা কিছু গুরুত্বপূর্ণ পোস্ট সবার উপরে রাখা জরুরি। অর্থাৎ পিন করে রাখা। এর জন্য এই প্লাগিনটি প্রয়োজন। যাতে ভিজিটর ওয়েবসাইটে ঢুকেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবেন। প্রশ্ন-উত্তর সাইটের প্রত্যেকটা প্রশ্নের আইডি থাকে। Feature question IDs অপশনে ওই পোস্ট এর আইডি নাম্বার টা(একাধিক হলে কমা ব্যবহার করতে হবে) দিলে প্রশ্নটি পিন হয়ে যাবে। সাথে সিএসএস যোগ করা যেতে পারে
স্ক্রিনশটে pinned করা প্রশ্ন এবং unpinned করা প্রশ্ন দেখানো হয়েছে। প্রশ্নগুলার করার সময় গুলো দেখলে বোঝা যায় কোনটি pinned করা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্লাগিন ৯৯% ওয়েবসাইটে এই প্লাগিন টি ব্যবহার করা হয়।
Download Plugin
Q2A Featured - On Site notifications: প্রত্যেকটা ওয়েবসাইটেই এক্টিভিটি দেখার জন্য নোটিফিকেশন সিস্টেম চালু করেছে। প্রশ্নকর্তার কোন প্রশ্নের উত্তর এসেছে। আবার উত্তরদাতার কোন উত্তর সেরা হিসেবে নির্বাচিত হয়েছে তা এই নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে জানতে পারবে। তাই প্রশ্ন উত্তর সাইটের জন্য এটি অধিক গুরুত্বপূর্ণ প্লাগিন। এর নোটিফিকেশন দেখার জন্য কোন পেইজে ভিজিট করতে হয় না। ট্যাপ করার সাথে সাথে নোটিফিকেশন দেখা যায়।
নিচের স্ক্রিনশটে এই প্লাগিনটির ডেমো দেখানো হলো।
Download Plugin Q2A On Site Notifications - Online user Count: প্লাগিনের নাম দেখেই বুঝা গেছেন এ প্লাগিনের কাজ কি। বর্তমানে কয়জন ইউজার অনলাইনে আছেন, কয়জন ভিজিটর অনলাইনে আছেন এইসব তথ্য সংগ্রহ করা এই প্লাগিনের কাজ। এবং তথ্যগুলো ওয়েবসাইট দেখানো যাবে।
Download Plugin
Q2A Online User Count
আজকের পোস্ট এখানে ই সমাপ্ত।
ইনশাআল্লাহ পরের পোস্টে দেখাবো কিভাবে সি প্যানেল থেকে প্লাগিন ইনস্টল করতে হয়।