তো চলে এলাম নতুন একটি কোডিং পোস্ট নিয়ে। এই পোস্টে আমি ২০ টি Login/Signup ফরমের Css শেয়ার করবো। সবগুলোর ডিজাইনে অনেক সুন্দর এবং অনেক গুলোতে সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে। যা আপনার Animated ওয়েবসাইটের কাজে আসতে পারে।
আপনি যদি একজন ডেভলপার হন তাহলে ডিজাইন করার জন্য কেমন সময় লাগে সেটা নিশ্চয়ই জেনে থাকবেন। তাই বেশিরভাগ ডেভলপার গুগল থেকে ডিজাইন নেন তবে খুজতে অনেক সময় লেগে যায়। বিশেষ করে লগইন ফরম অনেক ডিজাইনের আসে তবে পছন্দ হয় না তবে আমার গুলো সব বাছাই করো সবগুলোই ভালো। এগুলো আপনার যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন ইউজার লগইন/সাইন আপের জন্য।
তো চলুন শুরু করা যাক!..
2 thoughts on "রেসপন্সিভ ২০ টি Login/Sign up ফরম! Css কোড!"