Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে আপনার সাইট এর লিংক ফেসবুকে আন বল্ক রাখবেন

Unnamed

সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।

আজকের টপিক


এখানে অনেকর বিভিন্ন ধরনের সাইট আছে ।আমরা বিভিন্ন কারণে ফেসবুকে সাইট এর লিংক শেয়ার করে থাকি বেশি ভিজিটর পাওয়ার জন্য ।কিন্তু তখন খুব খারাপ লাগে যখন আপনার ওয়েবসাইট এর লিংক ফেসবুক বল্ক করে দেয় ।আজকে আমি আপনাদের মাঝে একটা ট্রিক নিয়ে এসেছি যেটা দিয়ে আপনার ফেসবুকের লিংক ফেসবুকে আনবল্ক রাখবেন ।

আসুন শুরু করি


এর জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না ।শুধু মাত্র আপনার একটা ফেসবুকে পেজ থাকতে হবে আপনার ওয়েবসাইট এর নামে ।যেমন আপনার ওয়েব এর নাম Dedomil.Net তাহলে আপনাকে ফেসবুকে একটা পেজ খুলতে হবে ” dedomil.Net ” নামে ।এবং এর সোট লিংক টা Dedomil.Net ও দিতে পারেন , না দিলেও চলবে ।কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় তা সব ওয়েব মাস্টার রা জানেন ।তাই সেটা বললাম না ।

প্রমাণ দেখে নিন


এর উৎকৃষ্ট একটি প্রমাণ আমাদের ট্রিকবিডি ।ফেসবুকে Trickbd.Com নামে অনেক পেজ আছে যদিও সেগুলো সব ভুয়া লোকের ।

কিন্তু দেখেন এত শেয়ারের পর ও ট্রিকবিডির লিংক ব্লক খাইনি ।

এরপর আরেকটি প্রমাণ নিচে দেখে নিন
এরাও গত দুই বছর ধরে লিংক শেয়ার করছে কিন্তু এখনো ব্লক খাইনি ।
এরকম আরো অনেক প্রমাণ আছে ।
তো আর দেরি কিসের ।আপনার ওয়েব এর নামে একটি পেজ খুলুন আর বিন্দাশ লিংক শেয়ার করেন ।আশা করি ব্লক খাবেন না ।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ।
  • ফ্রি ফেসবুকে আমি
  • ধন্যবাদ