Site icon Trickbd.com

কিভাবে adlinkfly ফুল সেটাপ দিবেন (Part one)

কিভাবে adlinkfly ফুল সেটাপ দিবেন (Part one)

এই পোস্টে আমি দেখাবো কিভাবে adlinkfly পুরোপুরিভাবে সেটাপ দিবেন।আমি আগের পোস্টে দেখিয়েছি adlinkfly এর ফিচারসমূহ এবং একটি ডাউনলোড লিংকও দিয়েছি ।আপনি আগের পোস্ট থেকে adlinkfly ডাউনলোড করতে পারেন ।এর ফিচারগুলোও দেখতে পারেন।

আগের পোস্ট বিনামূল্যে ডাউনলোড করুন adlinkfly 451 Nulled লিংক শর্টেনার স্ক্রিপ্ট

প্রথমে দরকার হোস্টিং

আপনারা যেকোনো হোস্টিং ব্যাবহার করতে পারেন তবে প্রিমিয়াম হোস্টিং ব্যাবহার করা সবচেয়ে ভালো হবে।ফ্রি সকল হোস্টিং প্রোভাইডার লিংক শর্টেনার সাপোর্ট করেনা।আমি এই পোস্টে একটি ফ্রি হোস্টিং দিয়ে দেখাচ্ছি ।

 

একটি ডোমেইন দরকার

আপনি যেকোনো ডোমেইন ব্যাবহার করতে পারেন ফ্রি পেইড এটাতে কোনো সমস্যা হবেনা।আপনার শুধু নেমসার্ভার পরিবর্তন করতে হবে।আমি ফ্রি ডোমেইন দিয়েই দেখাবো ।কিভাবে ফ্রি ডোমেইন নিবেন এটা নিয়ে অনেক পোস্ট ট্রিকবিডি তে পেয়ে জাবেন।তবে পোস্টের শেষে একটা ভিডিও দেওয়া থাকবে ভালোকরে বুঝানোর সার্থে ঐ খানেও দেখতে পারেন। ইনস্টল দেওয়ার পর ইউজাররা কেমন দেখবে স্ক্রিপ্টটা সেটা দেখতে নিচে ২ টা লিংক দিচ্ছি আপনি দেখতে পারেন।

http://bdshort.tk

http://bdshortlink.tk

 

হোস্টিং এ ডোমেইন সেটাপ

আপনাকে আগে থেকেই হোস্টিং এ ডোমেইন সেটাপ করতে হবে।পরে করলেও চলবে তবে অবশ্যই সেটাপ করতে হবে।এজন্য আপনাকে ডোমেইন প্যানেলের নেমসার্ভার পরিবর্তন করতে হবে।আমি Freenom এ ডোমেইন সেটাপ করে দেখাচ্ছি।ফ্রি হোস্টিং হিসেবে আমি 000webhost  ব্যাবহার করছি।কিভাবে 000webhost এ একাউন্ট বানাতে হয় না জেনে থাকলে এখান থেকে জেনে আসুন

আপনারা চাইলেও ব্যাবহার করতে পারেন।

প্রথমে আপনার হোস্টিং প্যানেলে দেখবেন লেখা আছে set web address আপনি ওইখানে ক্লিক করুন ।আর হ্যা আপনি এটি মোবাইল বা পিসি দুটোতেই করতে পারবেন। আমি পিসিতে করে দেখাচ্ছি।

আপনি ঐখানে দেখতে পাবেন ad domin ঐখানে আপনার ডোমেইন নাম লিখে আপনার ডোমেইন প্যানেলে গিয়ে Nameserver change করে দিবেন ।

000webhost এর নেমসার্ভার 

ns01.000webhost.com

ns02.000webhost.com

এর পর ডোমেইন কানেক্ট করে নিন।ডোমেইন কানেক্ট হয়ে গেলে আপনি adlinkfly এর স্ক্রিপ্টটি ডাউনলোড করে extract করে নেন।স্ক্রিপ্টটি ডাউনলোড করতে নিচের লিংক অনুসরন করুন।

বিনামূল্যে ডাউনলোড করুন adlinkfly 451 Nulled লিংক শর্টেনার স্ক্রিপ্ট

 

কিভাবে ফাইল এক্সট্রাক্ট করবেন এটা আশা করি শিখিয়ে দেওয়া লাগবেনা।এক্সট্রাক্ট করার পর নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলা ফাইল পাবেন

এখানে হলুদ করে মার্ক করা ফোল্ডারগুলো বাদে সকল ফোল্ডার ডিলেট করে দিন ।তারপর ঐ ফোল্ডারের ভিতরে আরেকটা জিপ ফাইল পাবেন নিচে দেখুন

এই জিপ ফাইলটাই আসল স্ক্রিপ্ট।এর পর জিপ ফাইল্টা 000webhost এর ফাইলম্যানেজারে আপলোড দিন ।তারপর এক্সট্রাক্ট করুন।এক্সট্রাক্ট কাওকে শিখিয়ে দিতে হবে বলে মনে হয়না তবে সমস্যা হলে নিচে ভিডিও তো থাকছেই।এক্সট্রাক্ট করার পর এই ফাইল্গুলা পাবেন।নিচে দেখুন

এরপর আপনি আপনার একটি ডেটাবেস বানান ।ডেটাবেস বানানোর জন্য manage database এ যান। নিচের মত জায়গা দেখতে পাবেন সব ঠিকঠাক পুরোন করুন।

ডেটাবেস বানানো হলে এবার আপনার ডোমেইন লিংক এ যান ।ধরুন আমার ডোমেইন example.com তাহলে আমি ঐ লিংকেই যাবো।গেলে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন।

ইন্সটল এ ক্লিক করুন তারপর নিচের মত পেজ আসবে

একটু আগে যেই ডেটাবেস বানাইছিলেন ওই ইনফরমেশন দিয়ে পুরন করে সাবমিট করুন।যদি না বুঝেন বা সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখেন নাহলে কমেন্ট করেন।

এর পরের স্ক্রিনটা দেখতে নিচের মত হবে

এখানে আপনি ওয়েবসাইটে যে ইনফরমেশন দিয়ে লগিন করবেন এডমিন প্যানেলে ওই ইনফরমেশন দিন।

তাহলে আপনাকে লগিন করতে বলবে এর পরের ধাপে।লগিন করার পর নিচের মত আপনার ড্যাশবোর্ড দেখতে পেলে আপনি সম্পুর্নভাবে ইন্সটল করতে পেরেছেন।

স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ফুল এক্টিভ ড্যাশবোর্ড।আপনার ক্ষেত্রে এমনটা হবেনা।আপনাকে লাইসেন্স কি দিতে বলবে।আর ওটা আপনাকে কিনতে হবে ।আর যদি ফ্রি তে চান তাহলে আমার পরের পোস্টের অপেক্ষায় থাকুন।কালকে এটা ক্র্যাক করা নিয়ে পোস্ট করবো।

পোস্টে একটা লাইক দিইয়ে উৎসাহিত করবেন

পোস্ট সংক্রান্ত ভিডিও

এরকম বিভিন্য ভাইরাল স্ক্রিপ্ট পেতে আমার সাইট ভিসিট করুন প্রিমিয়াম প্লাগিন এবং থিম  আপডেট করা হবে

xposedbd

আমার চ্যানেল

Think After Infinity

যেকোনো প্রয়োজনে

ফেসবুকে আমি