Site icon Trickbd.com

কিভাবে Adlinkfly সেটাপ সহ ফুল ক্র্যাক করবেন-(part two)

কিভাবে Adlinkfly সেটাপ সহ ফুল ক্র্যাক করবেন-(part two)

জানি পোস্ট দিতে অনেক দেরি করে ফেলেছি ফেসবুকে অসংখ্য রিকুয়েস্টও ছিলো এই পোস্টটা করার জন্য।আসলে দেরি হওয়ার কারন 000webhost এর ফাইল ম্যানেজারে আমি এক্সেস নিতে পারতেছিলাম না।এখনো এক্সেস নিতে পারিনাই মনে হয় ওদের সার্ভার ডাউন।আমি স্ক্রিপ্টটি অন্য ফ্রি হোস্টিং profreehost এ ইন্সটল দিয়ে তারপর ক্র্যাক করেছি।কারো যদি 000webhost এ সমস্যা হয় তাহলে হোস্টিং সুইচ করুন।

 

এই পোস্টে আমি দেখাবো কিভাবে adlinkfly পুরোপুরিভাবে সেটাপ দিবেন সাথে লাইসেন্স এক্টিভেট করবেন।আমি আগের পোস্টে দেখিয়েছি adlinkfly এর ফিচারসমূহ এবং একটি ডাউনলোড লিংকও দিয়েছি ।আপনি আগের পোস্ট থেকে adlinkfly ডাউনলোড করতে পারেন ।এর ফিচারগুলোও দেখতে পারেন।

আগের পোস্ট বিনামূল্যে ডাউনলোড করুন adlinkfly 451 Nulled লিংক শর্টেনার স্ক্রিপ্ট

 

adlinkfly কিভাবে ইন্সটল দিবেন তা না জেনে থাকলে নিচের লিঙ্কের পোস্টটি দেখুন

কিভাবে adlinkfly ফুল সেটাপ দিবেন (Part one)

 

মূল প্রসঙ্গ

যারা 000webhost ব্যাবহার করছেন তারা লগিন করার পরই PHP my admin অপশন পেয়ে জাবেন। যারা অন্যান্য হোস্টিং ব্যাবহার করছেন তারা Cpanel এ লগিন করুন। লগিন করার পর php my admin এটা পেয়ে যাবেন।

php my admin এ যাওয়ার পর আপনি আপনার ডেটাবেস টেবিলে চলে যাবেন।অনেকসময় আপনার ডেটাবেসের সাথে কানেক্ট নাও থাকতে পারে এক্ষেত্রে আপনার ডেটাবেসের সাথে কানেক্ট করে নিন।তারপর নিচের মত টেবিল দেখতে পাবেন।ঐখান থেকে সার্চ অপশনে চলে যাবেন।এগুলো সবকিছু আপনার ফোনেও করতে পারবেন।

সার্চ অপশনে গিয়ে সার্চ করুন personal_token option টেবিলের আন্ডারে।নিচে দেখুন

 

সার্চ দিলে একটাই রেজাল্ট পাবেন ওটার value null দেখাবে ওইটা এডিটে ক্লিক করুন।ওপেন করার পর পাশে value enter করার জন্য একটা ফাকা বক্স পাবেন ।ওই বক্সে লেখুন xposedbd.blogspot.com ।

এইটা এইজন্য লেখবেন কেননা এইটা দিয়েই লাইসেন্স টা বানানো ।লাইসেন্স ম্যাচ না করলে কয়েকদিন পর আবার আগের মত হয়ে যাবে তাই value box এ ওইটাই লিখবেন।ঊল্লেখ্য ওইটা আমার সাইটের এড্রেস ।

 

ঠিক একিভাবে আবার সার্চ দিন purchase_code option টেবেলের আন্ডারে

ওইটারো value xposedbd.blogspot.com করে দেন।ব্যাস অর্ধেক কাজ শেষ।এবার আপনার এডমিন প্যানেলে যান তারপর ২টা বক্সে xposedbd.blogspot.com লিখে সাবমিট দিন।

দেখবেন error আসবে ।এরর আসার পর আপনার ফাইল ম্যানেজারে যান। Premium web hosting এ public html এ যান আর ফ্রি ওয়েব হোস্টিং এ htdocs এর ভিতরে যান ।তার পর tmp/cache/models এই এড্রেসে যান তারপর আপনি একটি লাইসেন্স ফাইল দেখতে পাবেন নিচে দেখুন

 

এই লাইসেন্স ফাইলটি (মার্ক করা) ডাউনলোড করে নিন।এটাকেই আপনার মোডিফাই করতে হবে।এটাকে যেকোনো এডিটরে ওপেন করুন ।এনড্রইড ব্যাবহারকারীরা Es file explorar ব্যাবহার করুন।নিচে দেখানো মার্ক করা কোডটুকু কপি করে নিন।

এবার আমি একটা লাইসেন্স ফাইল দিচ্ছি ওটা ডাউনলোড করে নিন

ডাউনলোড লাইসেন্স ফাইল

এটাও যেকোনো এডিটর দিয়ে ওপেন করুন তারপর নিচের সবুজ মার্ক করা জায়গায় পেস্ট করুন

তারপর আপনার সার্ভার থেকে লাইসেন্স ফাইলটা ডিলেট করে দিয়ে আপনার নতুন বানানো লাইসেন্স ফাইল আপলোড দিয়ে দিন।আপনার কাজ শেষ।এবার আপনার এডমিন প্যনেলে গিয়ে xposedbd.blogspot.com ২ ফাকা ঘরে লিখে সাবমিট দিন।দেখবেন আপনার এডমিন প্যানেলে আর লাইসেন্স দিতে বলবেনা।যদি কোনো সমস্যা হয় তাহলে পোস্টের শেষে ভিডিও দেওয়া আছে ওইটা দেখে নিতে পারেন।

 

আপনার এডমিন প্যানেল দেখতে উপরের স্ক্রিনশটের মত হবে ।এর সব অংশের কাজ না জানলে আমাকে বলতে পারেন আমি এটা নিয়েও টিউটোরিয়াল দিবো।

পোস্ট পরিশেষে বানান ভুল মার্জনিও।কোনো কিছু কাজ না করলে সরাসরি ফেসবুকে যোগাযোগ করতে পারেন

Contact me on facebook

 

পোস্ট সংক্রান্ত ভিডিও

 

আমার সাইট ভিসিট করতে পারেন

xposedbd

আমার ইউটিউব চ্যানেল

Think After Infinity

Exit mobile version