-
ওয়েবসাইট ট্রাফিক এক্সচেঞ্চ কি?
- সহজ কথাই বলতে গেলে এর মানে বুঝাই আপনি একজনের ওয়েবসাইট ভিজিট করবেন এবং এর পরিবর্তে সেও আপনার ওয়েবসাইট ভিজিট করবেন। এর মাধ্যমে পরস্পরের ভিজিটর সংখ্যা আন্ড, হিট সংখ্যা বাড়বে। এই সিস্টেমটা শুনতে যতোটা ধীর গতির মনে হচ্ছে মোটেও এটি এতোটা ধীর গতির না। কেননা এর মাধ্যমে আপনি পেতে চলেছেন প্রতি ঘণ্টায় ৩০০+ হিট এবং প্রতিদিন ১ হাজার এর মতো ইউনিক ভিজিটর।
-
ট্রাফিক এক্সচেঞ্জ এর সুবিধাঃ-
যেই ওয়েবসাইট এ যতো ভিজিটর এবং ট্রাফিক হিট সেই ওয়েবসাইট গুগল সার্চ এবং আলেক্সা র্যাংক এ ততো আগে থাকবে। আডসেন্স এর ইম্প্রেশন এবং ইনকাম ১০ গুণ এর মতো বেড়ে যাবে। গুগল এর কাছে আপনার ওয়েবসাইট বেশী গ্রহণযোগ্য হবে। সার্চ ইঞ্চিনের আপনার ওয়েবসাইট এর কনটেন্ট ই সবার আগে আসবে।
- আমরা ওয়েবসাইট এর ট্রাফিক এক্সচেঞ্জ এর জন্য আজ ইউস করবো- RankBoostup ওয়েবসাইট
-
এতো ওয়েবসাইট থাকতে র্যাংকবুস্ট-আপ ওয়েবসাইট ই কেনো?
কেননা এই ওয়েবসাইট এই একমাত্র রয়েছে ইনস্টান্ট লিংক চেঞ্চ এর অপশন।অথ্যার্ৎ অন্যান্য ওয়েবসাইট এর মতো আপনার ট্রাফিক এর লিংক পরিবর্তন এ সপ্তাহ ধরে আপ্রোভ এর জন্য ওয়েট করতে হবে না। এখানে যেকোনো সময় যেকোনো লিংকে ভিজিটর নিতে পারবেন।
- এছাড়াও একটি বড় সুবিধা হলো আপনার ওয়েবসাইট এ একজন ভিজিটর নিম্নে কতো সময় অপেক্ষা করবে তা ঠিক করে দিতে পারবেন।
- সবসময় যেকোনো লিংক আক্টিভ-ডি আক্টিভ করতে পারবেন। এছাড়াও আরো অনেক সুবিধা যা ইউস করলেই বুঝতে পারবেন
-
Sign-Up:-
প্রথমে ওয়েবসাইট টিতে সাইন আপ করে নিন
- Website Link এ আপনি আপনার ওয়েবসাইট এর যে পেজ অথবা পোস্টে ভিজিটর নিতে চান, তার লিংক দিন।
- Visitors Duration এ ভিজিটরদের নিম্নে কতো সময়, আপনার ওয়েবসাইট এ থাকতে হবে তা সিলেক্ট করে দিন
- Limit Daily Hit- প্রতিদিন ভিজিটর লিমিট করে দিতে চাইলে তা সিলেক্ট করে দিন।
-
যেভাবে ট্রাফিক এক্সচেঞ্চ করবেনঃ-
Main menu থেকে Traffic Exchange এ ক্লিক করুন
বেশীরভাগ ওয়েবসাইট আডমিন ই ওয়েবসাইট এর ভিজিটর নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে। কারণ আজ ওয়েবসাইট এর সংখ্যা এতোটাই বেড়েছে যে যার ওয়েব সাইট তাই শুধু ভিজিট করার মতো। আজ আমরা জানবো কীভাবে একদম ফ্রি-তে ওয়েবসাইট এর আনলিমিটেড অনেক ইউনিক ভিজিটর এবং ট্রাফিক-হিট পাবেন।আমরা যে পদ্ধতি অবলম্বন করবো তা হলো- ওয়েবসাইট ট্রাফিক এক্সচেঞ্জ।
[সব কাজ পিসি দিয়ে করতে হবে]
ত চলুন শুরু করা যাকঃ-
Sign -Up-RankBoostupলিংক টিতে প্রবেশ করলে এমন ফর্ম আসবে,সব কিছু পূরণ করুন এবং সাইন আপ এ ক্লিক করুন।
তারপর ইমেইল টি ভেরিফাই করে নিন,ইমেইলে একটা লিংক যাবে ওটাতে ক্লিক করলে ইমেইল ভেরিফাই সম্পূর্ণ হবে।
তারপর sign-in করুন। মেইন মেনুবার (3 dot) এ ক্লিক করলে এমন অপশন আসবে স্কিনশট এর মতোঃ-
Website এ ক্লিক করুন এবং Add Website এ ক্লিক করুন, তাহলে স্কিনশট এর মতো আসবেঃ-
সব কিছু ঠিক থাকলে Submit এ ক্লিক করুন। ওয়েবসাইট টি আড হয়ে যাবে
এমন আসবে, এখন একটা browser extension ইন্সটল করতে হবে। যে ব্রাউজার ইউস করছেন সেই ব্রাউজার এর এক্সটেনশন ইন্সটল করে নিন।
এর সাথে Alexa Traffic Rank এক্সটেনশন ও স্টোর থেকে সার্চ করে ইন্সটল করে নিন।Chrome Alexa Traffic Rank Extension Link
সব কিছু ঠিক থাকলে এমন আসবেঃ-
Start Exchange Session এ ক্লিক করলে এমন আসবে,
Alexa Traffic Rank extension এর ভেরিফাই নোটিফিকেশন। Okay তে ক্লিক করুন।
এখন অন্যের ওয়েবসাইট অটোমেটিক ভিজিট হতে থাকবে,এর মাধ্যমে আপনার আকাউন্টে মিনিট জমা হবে, আপনি কতো মিনিট অন্যের ওয়েবসাইট ভিজিট করছেন, ততো মিনিট আপনার ওয়েবসাইট ও ভিজিট আন্ড হিট হবে।তাই ঘুমানোর আগে এভাবে স্টার্ট দিয়ে ঘুমিয়ে যান,সকালে দেখবেন আপনার ওয়েবসাইট এ ২ হাজার+ ইউনিক ভিজিটর এবং ৫ হাজার এর মতো হিট পেয়েছেন।
আপনার ওয়েবসাইট কতোজন দেখেছেন তা দেখতে Main Menu থেকে Website এ ক্লিক করুন। কোন লিংক কতোবার দেখা হয়েছে তা দেখতে পারবেন
এছাড়াও Dashboard এ আপনার ওয়েবসাইট এ র্যাংক বুস্ট থেকে কতো ট্রাফিক গিয়েছে তার গ্রাফ দেখতে পারবেন।দেখুন আমি ২ দিনে মাত্র ২ ঘণ্টা করে এক্সচেঞ্চ অন করে রেখে ১ হাজার এর মতো ভিজিটর পেয়েছি।
আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলুন সাথে সাথেই রিপ্লাই পাবেন।
সব কিছু পিসি থেকে করতে হবে।