Site icon Trickbd.com

PHP তে Money Exchange বা Dollar Buy/Sell সাইট বানান. Full Tutorial ধাপে ধাপে.দেখুন কাজে লাগতে পারে.

Unnamed

সসালমুআলাইকুম,

বর্তমানে অনেকেই Money Exchange এর ব্যবসা শুরু করেছে.. এই পোস্টটি মূলত তাদেরই কাজে লাগবে..তবে আপনারা সবাই শিখে রাখতে পারেন..জানা থাকলে মন্দ কি? আপনি শিখলে অন্য কাউকে বানিয়েও দিতে পারবেন.. প্রথম যে ডেমো টা দিয়েছি সেটি একজন আমার থেকে বানিয়ে নিয়েছে.. ভালো এমাউন্ট ও পে করেছে.. আপনারও কাজে লাগতে পারে.. আবার আপনি নিজেও চাইলে Money Exchange এর ব্যবসা শুরু করতে পারেন.একবার পরিচিত হয়ে গেলে বেশ ভালোই উপার্জন হয়..

আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি Dollar ক্রয় বিক্রয়ের সাইট বানাবেন. আমি টিউটোরিয়ালটিকে দুইভাগে ভাগ করেছি. প্রথম পর্বে দেখাবো কিভাবে আপনারা Script Upload করবেন এবং দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে আপনারা Script Install করবেন.

প্রথমে নিচের লিংক থেকে ডেমো দেখে আসুন..
Demo 1 (Complete, Script installed+ Gateways and Rates added)

Demo 2 (Uncomplete, Only script installed)

এবার নিচের লিংক থেকে Script টি Download করুন…

 

তো চলুন এবার মূল পোস্টে যাওয়া যাক…


প্রথমে আপনারা আপনাদের hosting এর cpanel এ যাবেন.আমি এখানে 000webhost দিয়ে দেখাচ্ছি… আপনারা সবাই নিশ্চয়ই জানেন কিভাবে hosting বা free hosting নিতে হয়.. তাই এই ব্যাপারে কিছু বলছি না. তবে 000webhost এ কিভাবে new site create করতে হয় সেটা দেখাচ্ছি.

000webhost এ login করলেই নিচের ss এর মতো দেখা যাবে.. + এ ক্লিক করবেন…

এরপর যা ইচ্ছা সিলেক্ট করে next এ ক্লিক করবেন..

এরপর Website এর নাম এবং পাসওয়ার্ড দিয়ে Create এ ক্লিক করবেন.

Cpanel থেকে Hosting এর File Manager এ যান..

এরপর Upload এ ক্লিক করুন..

Download করা Zip file টি সিলেক্ট করে Upload এ ক্লিক করুন..

এবার ফাইল টি সিলেক্ট করে Extract এ ক্লিক করুন..

যেকোনো নাম দিয়ে Extract এ ক্লিক করুন.

এবার দেখবেন আপনার দেওয়া নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে.. এই ফোল্ডার ওপেন করলে bitexchanger_v20 নামে একটি ফোল্ডার পাবেন.সেটি ওপেন করলে PHP Script নামের একটি ফোল্ডার পাবেন.সেটি ওপেন করবেন.

এখানে নিচের ss এর মতো অনেক ফোল্ডার এবং ফাইল দেখতে পাবেন.সব সিলেক্ট করে move এ ক্লিক করবেন..

এরপর location public_html সিলেক্ট করে move এ ক্লিক করবেন..


Move হয়ে গেলে কাজ শেষ.এখন আপনার সাইট লিংকে ভিজিট করতে গেলে দেখবেন নিচের মতো ইনস্টল অপশন আসছে..
এখানে License Key হলো ArchyBZ

আপনারা চাইলে নিজেরা এখন ইনস্টল করার চেষ্টা করতে পারেন অথবা আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন…

বুঝতে সমস্যা হলে নিচের ইমবেড করা ভিডিওটি দেখতে পারেন.যাদের ইমবেড করা ভিডিও দেখতে সমস্যা হয় তাদের জন্য লিংকও দিয়ে দিলাম…
[h1] ভিডিও টিউটোরিয়াল [/h1]

Post টি ভালো লাগলে এবং নিত্যনতুন টিপস এন্ড টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি ঘুরে আসুন..
Direct Video Link

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব পোস্ট করা হবে..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমিঃ


Parves Hossain Rabby (Page)

Parves Hossain Rabby (Profile)