Site icon Trickbd.com

[ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Proof Part}

Unnamed

এই পোস্টটি একটি প্রমান সরূপ পোস্ট আর এই পোস্ট এর মাধ্যমে আমরা দেখব আদো কি Wapkiz এ Trickbd এর মতো সম্ভব কি না।

আর এই পোস্টটি দেওয়ার উদ্দেশ্যে হলো আপনাদের গালাগালি থেকে নিজেকে রক্ষা করা। কেননা অন্যান্য সাইট গুলোতে Trickbd এর মতোন ফোরাম সাইট Wapkiz বানানোর কয়েকটি টিটোরিয়াল দিয়ে টিটোরিয়াল বন্ধ করে দিয়েছে যা আপনাদের জন্য বিরক্ত কর। তাছাড়া ওই সাইট গুলোন দেখতে ওবিকল ট্রিকবিডির মতোন হয় না। কিন্তু আমার এই টিটোরিয়াল এর মাধ্যমে আপনি Same to Same (90% Clone) Trickbd এর মতোন সাইট বানাতে পারবেন।

Wapkiz এ Trickbd এর মতোন সাইট বানানো কী সম্ভব

হুম একটু চেস্টা এবং মাথা ঘামালে এটা সম্ভব। আর Trickbd এর মতোন সাইট Wapkiz এ বানাতে অনেক অনেক সমস্যায় পড়েছিলাম কিন্তু আপনাকে এত কিছু ঝামেলায় মধ্যে পড়তে হবে না। শুধু আমার এই ধারাবাহিক এর পোস্ট গুলোন ভালোভাবে পড়বেন এবং বুঝতে চেস্টা করবেন। আর, না বুঝলে তো আমি আছি। ?

Screenshot + Live Demo

Demo Click here

Special Features

অবাক করার মতোন একটা চেঞ্জ করা হয়েছে ব্লগ পোস্ট এর Url এ। আপনারা জানেন যে Wapkiz এর ব্লগ পোস্ট এ বাংলা Url Supported নয়। এছাড়া 3 Dimension Url ব্যবহার করা লাগে এই সমস্যা ও দূর করা হয়েছে। এখন থেকে Url হবে http://wikibn.ml/page-blog/12/এবার-আপনিও-আমাদের-মতোন-(Wikibn.ml)-ওয়াপকিজে-Trickbd-এর-স্টাইলে-সাইট-বানান-এবং-আয়-করুন-ঘরে-বসে। যা আপনার সাইটের SEO এর জন্য উপযুক্ত।

Trickbd style Featured Posts

Trickbd এর মতোনই Featured Post style করা হয়েছে। এডমিন ছাড়া অন্য কেউ এই ফিচার পোস্ট পরিবর্তন করতে পরবে না।

Trickbd style Hot Posts

যে পোস্টের ভিউ সবচেয়ে বেশি হবে সেই পোস্ট Automaticly Hot post এ জায়গা করে নিবে। যেমনটা ট্রিকবিডিতে হয়।

Trickbd style Paging

অনেক বেশি সমস্যার মুখোমুখি হয়েছি এটি বানাতে। ৯৯ শতাংশ Trickbd এর Paging এর সাথে এর মিল আছে।

Trickbd style Category

আপনার জানেন যে Wapkiz এর Category নাম এর প্রথম ওয়ার্ড ছোট হাতের অক্ষরে থাকে। কিন্তু Css ট্রিক এর মাধ্যমে এই সমস্যা সমাধান করা হয়েছে আর এটি দেখতে ট্রিকবিডি এর মতোনই।

Tricbd style post body and comment section

পোস্ট Body এবং কমেন্ট সেকশন ৯৮% ট্রিকবিডির মতোন শুধু কমেন্ট সেকশন এ কমেন্ট রিপ্লে সিস্টেমটা নেই।

Trickbd Style Author Profile + Dashboard + New Post

সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি Author profile বানাতে একটি পেজেই সব রাখা হয়েছে। যা আমি আপনাদের লেখে বুঝাতে পারব না। অন্যদিকে নিউ পোস্ট পেজ সম্পূর্ণ ট্রিকবিডির মতোন শুধু পোস্ট Draft করার সিস্টেম নেই। অন্যদিকে, Dashboard ও অনেকাংশই ট্রিকবিডির মতো।

Video

চাইলে ভিডিওটি দেখতে পারবেন।

আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট + শেয়ার করবেন। আর যে কোন সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ দিন [Message Me on facebook]

Web Design, Wapkiz, Codding নিয়ে টিউন পেতে আমাদের সাইটে ভিজিট করুন এবং আমাদের Youtube Chanel কে Subscribe করুন।

#Note: লেখকের অনুমতি ছাড়া পোস্ট অন্যত্র প্রকাশ করা সমূর্ণ বেআইনী এবং এই টিউনটি সর্বপ্রথম প্রকাশ হয়েছে TuneBN.CO এ।