আসসালামু ওয়ালাইকুম। Wapkiz এ Trickbd এর মতোন ফোরাম সাইট বানানোর ৪র্থ পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা হেডার এবং ফুটারের কাজ করেছিলাম। আশা করছি তা আপনি ভালোভাবে সম্পন্ন করেছেন। আর যদি আপনি আগের পর্ব গুলোন না দেখে থাকেন তা হলে দেখে নিন –
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Proof Part}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-1/Settings Change}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-2/Meta Tag}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-3/Header & Footer}
৩য় পর্ব ডিজাইনের সময় আমি বলে দিয়েছিলাম যে এই পর্বে আমরা পেজের ডিজাইন করব। এই পর্ব শুরু করারা আগে আমি মনে করে দিতে চাই ১ম পর্বের কথা যেখানে আমরা ১৪ টি পেজ খুলেছিলাম। আর পেজ গুলোকে আমরা ৩ টি ভাগে ভাগ করেছিলাম ১/ Main Pages ২/ Other pages এবং 3/ Feature Pages। মেইন পেজের কাজ করাটা একটু দীর্ঘ সময়ক তাই আমরা সব পেজের ডিজাইন আজ করব না শুধু Other Pages এর ডিজাইন করব। [বিস্তারিত ভিডিওতে]
তো চলেন কাজে নামা যাক। প্রথমে আপনি আপনার Wapkiz Account এ লগিন করুন তারপর যে সাইটটি ডিজাইন করতেছিলেন সেই সাইটের প্যানেল মোডে যান। এরপর Manage Page এ ক্লিক করুন। Manage page এ গেলে আপনি সেই ১৪টি পেজ দেখতে পারবেন যেটা আপনি ১ম পর্ব দেখে খুলেছিলেন। এই ১৪টি পেজ ছারাও আপনি আরো কয়েকটি পেজ পাবেন সেগুলো হলো Header, footer, index এগুলো নিয়ে এখন আপাতত কোন কাজ নেই। এখন নিচের দেওয়া কোড গুলোন কপি করবেন আর পেস্ট করবেন। যে পেজের কোড সেই পেজে গিয়ে বসাবেন।
Privacy Page Code
Adverisment Page Code
Admin Page Code
About Page Code
Copyright Page Code
Terms Page code
Contact Page code
Faq Page code
ব্যাস কাজ শেষ। কোডগুলো থেকে আমার সাইটের নামের জায়গায় আপনার সাইটের নাম রিপ্লেস করে দিন। এবং আপনি যদি ১ম-৪র্থ পর্যন্ত সব কাজ ঠিক ভাবে করে থাকেন তাহলে দেখবেন ফুটারের সব লিংক কাজ করতিছে। আর যদি ঠিক করে না করে থাকেন তাহলে Error আসবে।
Video
পরিস্কার ভাবে বোঝার জন্য ভিডিওটি দেখে নিন তাহলে কাজ করতে সুবিধা হবে।
আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট + শেয়ার করবেন। আর যে কোন সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ দিন [Message Me on facebook]
Web Design, Wapkiz, Codding নিয়ে টিউন পেতে আমাদের সাইটে ভিজিট করুন এবং আমাদের Youtube Chanel কে Subscribe করুন।
#Note: লেখকের অনুমতি ছাড়া পোস্ট অন্যত্র প্রকাশ করা সমূর্ণ বেআইনী এবং এই টিউনটি সর্বপ্রথম প্রকাশ হয়েছে WIKIBN.COM এ।