Site icon Trickbd.com

মোবাইল দিয়ে অফলাইনে HTML প্রোগ্রাম রান করে প্রাকটিস করুন খুব সহজেই, মাত্র ২মেগাবাইটের এ্যাপ দিয়ে।

Unnamed

মোবাইল দিয়ে অফলাইনে HTML প্রোগ্রাম রান করে প্রাকটিস করুন খুব সহজেই, মাত্র ২মেগাবাইটের এ্যাপ দিয়ে।

আপনাদের জন্য নতুন একটা আর্টিকেল নিয়ে হাজির হলাম।
এটা নিয়ে হয়তো আগে পোস্ট থাকতে পারে, তবুও কেন করলাম জানেন?
অধিকাংশই জানেনা কিভাবে অফলাইনে কোন ইন্টারনেট কানেকশন ছাড়াই যে, এইচটিএমএল প্রোগ্রামিং মোবাইল দিয়ে প্রাকটিস করা যায়।
তাই বলছি যদি আপনি আগেই জেনে থাকেন, তাহলে প্লিজ এখানেই ক্রোস করে চলে যান ; কারণ আমি হয়তো আপনার চেয়ে বেশী পোক্ত না।
আর যারা না জানেন, তাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন।

এবং আশা করি আজ থেকেই শুরু করবেন, প্রাকটিস।
বর্তমানে প্রোগ্রামিংয়ে পোক্ত প্লেয়ারেরা কিন্তু খালি পকেটে থাকে না।
আর আপনার কি ইচ্ছে করে না, ভরা পকেট নিয়ে ঘুরতে।

এবার আসল টপিকে আসি, কি বলেন?
১মে আপনি Anwriter app টি পোস্টের একবারে নিচ থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
এবং ওপেন করুন

এবার ওকে ক্লিক করুন

এবার এখানে খালি বক্সে কোড লিখুন।

আমি লিখলাম, এবার প্লে বাটনে ক্লিক করে রান করুন।

দেখুন।


এবার আরেকটি লিখলাম, এখন আবার রান করি

দেখুন রান হয়ে গেলো।

এবার একটু বড় প্রোগ্রাম লিখে, রান করে দেখিয়ে শেষ করি।

দেখলেন তো, সব রকমের এইচটিএমএল প্রোগ্রামই অফলাইনে রান করে দেখে; প্রাকটিস করতে পারেন।

এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com