Site icon Trickbd.com

Wapkiz দিয়ে Google এর মতো একটা সার্চ ইন্জিন তৈরী করি, (শেষ পার্ট )

Unnamed

আমি আগের পর্বে আপনাদের হেডার এন্ড ফুটারের কাজ প্রযন্ত সম্পন্ন করে দেখিয়েছিলাম।
আজ মেইন বডির কাজ করবো।

১. জিরো দিয়ে জাম্পে ক্লিক করুন।

২. আইটেমে ক্লিক করুন।

৩. একটা ইলেমেন্ট রেখে বাকিগুলো আগের নিয়েমে এক্স ক্লিক করে, ইয়েস দিয়ে ডিলিট করেন।

৪. এবার ইতে ক্লিক করলে, এরকম বক্স পাবেন, এখানে আগের কোডগু‌লো মুছে নিচ থেকে ডাউনলোড করে টেক্সট ফাইলটি ওপেন করে, কো‌ডগুলো কপি করে এই বক্সে পেস্ট করে দিন।

Download main body code

৫. এইবার ভিউ করুন।

৬. সাইট সম্পুর্ন তৈরী হয়ে গেছে।
এখন টেস্ট করার পালা, আসলে কাজ করে কিনা ; কি বলেন?

৭. লিখে সার্চ বাটনে ক্লিক করি, দেখা যাক কি হয়।

৮ .ওয়াও কি সুন্দর আসলেই তো ওয়ার্কিং।

৯. দেখুন মাঝের পেজ।

১০. একবারে শেষের পেজ।

এভাবে আপনি আপনার সাইটে, যেকোনো কিছু সার্চ করলে খুজেঁ দিবে ।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com