আসসালামু-ওয়ালাইকুম!! আশা করছি ভালো আসেন। Wapkiz এ Trickbd এর মতোন ফোরাম সাইট বানানোর ৭ম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা হোম পেজের ডিজাইন করব। যার মাধ্যমে আমাদের ডিজাইন করা সম্পন্ন হয়ে যাবে। আর, আপনি যদি আগের পর্ব গুলোন না দেখে থাকেন তাহলে দেখে নিন –
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Proof Part}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-1/Settings Change}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-2/Meta Tag}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-3/Header & Footer}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-4/Page Design-1}
→ [ওয়েব ডিজাইন টিটোরিয়াল বাংলা] Wapkiz এ বানান Trickbd এর মতোন ফোরাম সাইট {Part-6/Login & Reg}
তো চলেন শুরু করে দেওয়া যাক। কাজ শুরুর পূর্বে ভিডিওটি দেখে নিন তাহলে কাজ করতে সুবিধা হবে।
এবার, প্রথমে আপনি ওয়াপকিজে গিয়ে লগিন করেন নিন। তারপর যে সাইটি ডিজাইন করতিছিলেন সেই এডমিন প্যানেল এ চলে যান। যেহেতু, আজ আমরা হোম পেজের ডিজাইন করব তাই এই পেজেই আমাদেরকে কোড বসাতে হবে। আর কোড বসানোর আগে একটা কথা আগেই বলে রাখি এই কোডগুলোর Visibility কিন্তু কোন ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো পজিশন। আর, কোডগুলোন ধারাবাহিক ভাবে একাটার পর একটা বসাবেন। তো, কোডগুলোন নিচে দিয়ে দিলাম।
Trickbd style All Code
কোডগুলোন রেডিমেট কোড। অযথা এডিট করতে গিয়ে কোড Error বা সময় নস্ট করবেন না। যেগুলোন এডিট করতে বলব শুধু সেইগুলা এডিট করলেন যথেস্ট।
Title Code For wapkiz
এই কোডটিতে আপনি আমার সাইটের নামের জায়গায় শুধু আপনি আপনার সাইটের নাম রিপ্লেস করে দিবেন। আর কিছু করতে হবে না।
Wapkiz Feature Post Code like Trickbd
একদম ট্রিকবিডির মতোনই ফিচার পোস্ট সিস্টেম। ফিচার ক্যাটেগরিতে থাকা পোস্টটি অটোমেটিক এই খানে জায়গা করে নিবে। যেমনটা ট্রিকবিডিতে হয় আর কী!! কিভাবে কোন পোস্ট ফিচার ক্যাটেগরিতে এড করবেন তা Admin Discussion এ আলোচনা করব।
Wapkiz Hot Post code Like Trickbd
Trickbd তে যেমন সর্বোচ্চ ভিউ পোস্টটি হট পোস্টে জায়গায় করে নেয় এই কোডির মাধ্যমে তা অটোমেটিক সর্বোচ্চ ভিউ হওয়া পোস্টটি হট পোস্টে এ জায়গা করে নিবে।
Wapkiz Recent Post code Like Trickbd
সর্বশেষ ১০টি পোস্ট রিসেন্ট পোস্ট এ জায়গা করে নিবে। যেমনটি ট্রিকবিডিতে হয় আর কী।
Wapkiz Panging Code Like Trickbd
90% ট্রিকবিডির মতোন দেখতে। কোডটি বানাতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। কিন্তু আপনাকে এই ঝামেলা পোহাতে হবে না।
Wapkiz Category Code Like Trickbd
আপনার হয়তো জানেন যে, Wapkiz এ ক্যাটেরগরি পেজের নামগুলোর ১ম অক্ষর অটোমেটিক ছোটো হাতের অক্ষরে চলে আসে এই সমস্যা CSS ট্রিক এর মাধ্যমে সমাধান করলেও একটা বিরাট সমসায় পরি। সেটি হলো, Wapkiz এ Category name এর মাঝে Space ব্যবহার করলে সেই ক্যাটেগরি লিস্টে কোন পোস্টি শো করে না। তা ক্যটেগরি সিস্টেমেও বিরাট পরিবর্তন আনা হয়েছে। কোডটিতে অনেক কিছু রিপ্লেমেন্ট করা হয়েছে যা আপনি দেখলেই বুঝবেন। কীভাবে ক্যটেগিরি খুলবেন এই নিয়ে Admin Discussion এ আলোচনা হবে। তাই কোডটি এডিট করবেন না। তবে এড কোড চেঞ্জ করে নিতে পারেন।
তো আজকের মতোন এখানেই শেষ করছি। ভালো থাকুন শুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন। পোস্টটি কেমন লাগল তা জানাতে কমেন্ট করুন ??। এই ধরনের আরো অনেক পোস্ট পেতে আমার সাইটে ভিজিট করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
# লেখকের অনুমতি ছাড়া পোস্ট অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ বেআইনী
But, remembe. Site is 100% Ready!! Enjoy your self… Apnader sathe ami je site tir dedign kortisilam shei site er link → http://www.wikibn.wapo.mobi
Apnar design kora site er sate miliye dekhte paren sob tik thak ase ki nah…. NA thakle bolben!! //Thanks
অনেকে ফ্রিবেসিক ইউজার ।
কোড নিতে কেনো ভিজিটরদের আপনার সাইটে গিয়ে কোড বা পোস্ট দেখতে হবে ?
আপনি কেন আপনার সাইটের লিংক দিবেন?
R, okhane site er link na post er link disi…
No.1 Apnar Deua Admin Page Er Code Ta Kaj Kore Nai No.2 Future Design Er Edit Profile Ai Kaj Ta Apnar Post E Paini,
Ar Etto Somoy Diya Monojug Diya Apni Jemne Bolsen Korci Tao Vai Apnar Moto Hoini, Ektu Help Koren Vai Please>>wizebd.Wapkiz.com And Vai Apnar Fb Link Ta Please Din