আসসালামু আলাইকুম।
আশা করি সকলে ভাল আছেন।আমিও মোটামুটি ভাল আছি।বেশি কথা বলতে চাই না আমরা আমাদের পোস্ট এর টপিক এ চলে যাই।আজ আমরা কিভাবে টেলিগ্রামে প্রফেশনাল ভাবে বট তৈরি করে তা শিখবো।তার জন্য আমাদের ১টা অ্যাপ ও বট এর গুরু BOT Father ইউজ করবো। আর অ্যাপ এর নাম Bot business. (নিচে লিংক দেয়া আছে).
চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার টেলিগ্রাম অ্যাপ এ যান তারপর @BotFather লিখে সার্চ দিন।ভেরিফাইড একটা বট পাবেন ক্লিক করে ভিতরে ডুকলে নিচের স্কিনশট এর মতো দেখতে পাবেন।
ছবিতে দেখানো Start এ ক্লিক করে বোট এ ডুকুন।
তারপর /newbot লিখে মেসেজ সেন্ড করুন।মেসেজ সেন্ড করলে নিচের পিক এর মতো অটো মেসেজ দিয়ে আপনাকে আপনার বোট এর নাম দিতে বলবে।
মনে রাখবেন:-
১. যে বিষয়ে বোট খুলবেন সে টপিকের উপর ভিত্তি করে নাম দিবেন।
২. যথা সম্ভব সিম্পল নাম দেয়ার চেষ্টা করবেন।
তারপর আমরা নেক্সট এ এগিয়ে যাই……
মনে রাখবেন:-
১. বোটের নেম এর সাথে সাদৃশ্য রাখবেন।
২. ইউজারনেম যাই দিন না কেন তার শেষে bot লিখতে হবে যেমন: Tech5325bot শেষে বোট না লিখলে ইউজারনেম এপ্রুভ হবে না।
৩. ইউজার নেম বড় করে দেয়ার চেষ্টা করবেন কারণ অনেক ইউজারনেম ব্যবহার হয়ে গেছে সেগুলা দিলে হবে না। ইউজারনেম দেয়ার পরে নিচের স্কিনশট এর মতো দেখতে পাবেন।
আমাদের বোট বানানো শেষ এবার ডিজাইন করার পালা।
বোট ফাদারে /mybots কমান্ড লিখে সেন্ড করুন।দেখবেন যে আপনার বানানো বোট এর নাম দেখাচ্ছে।
সেটাতে ক্লিক করুন তারপর> Edit Bot এ ক্লিক করলে নিচের স্কিনশট এর মতো দেখতে পাবেন।
Edit bot pic > এ ক্লিক করে আপনার বুটের জন্য একটা পিক আপলোড দিয়ে নিন।
Edit description > এ ক্লিক করে বোট কার্টসি,কোন প্রব্লেম হলে কোথায় মেসেজ করতে।সেসব লিখে দিন।
Edit About > এ ক্লিক করে আপনার বোট এর কাজ টা কি সে সম্পর্কে জানান।
——————————
আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আগামি পর্বে দেখাবো কিভাবে বোট বিজনেস ইউজ করে বোট এ কমান্ড ও ডিজাইন করা ও কিভাবে keyboard লাগাবো।তার জন্য আমরা বোট বিজনেছ অ্যাপ টা ইউজ করবো।নিচের লিংক থেকে ডাউনলোড করে রাখুন।
BOT Business Play Store Link
ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।
যেকোন প্রয়োজনে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।