বিসমিল্লাহির রাহ মানির রাহীম
আসসলামুয়ালাইম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকে ও নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক।
বিস্তারিতঃ
আমরা অনেকে HTML ট্যাগ সম্পর্কে জানিনা এবং ট্রিকবিড়ির বিবিকোড সম্পর্কে ও ধারনা কম।ফলে যাদের মাঝে শিখার মতো অনেক কিছু লুকিয়ে আছে কিন্তু HTML ট্যাগ না জানার কারনে তাদের আর ট্রিকবিড়িতে পোষ্ট করা হয়ে উঠেনা। তাই আজকে সেই মানুষগুলোর জন্য নতুন একটি ট্রিকস নিয়ে এসেছি।যার মাধ্যমে আপনার পোষ্ট সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন HTML ট্যাগ দিয়ে। আপনি সাধারনভাবে কনটেন্ট লিখলে কনভার্ট হয়ে HTML ট্যাগ যুক্ত হয়ে যাবে।এতে আপনার সময় ও বাঁচবে কাজটি ও অত্যান্ত নিখুতভাবে করতে পারবেন।খুব মজার বিষয় তাইনা!
ঠিক আছে তাহলে এক্ষুনি আপনার অর্জিত জ্ঞান আপনাদেরকে জানার সুযোগ দেওয়ার জন্য কাজ শুরু করে দিন।
প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন
তারপর বিস্তারিত আমার দেওয়া স্ক্রীনসটগুলো অনুসরন করুন
আজ এই পর্যন্ত।আশা করি টিউনটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে টিউনটিকে একটি লাইক এবং অনুপ্রেরণামুলক একটা মন্তব্য দিয়ে যাবেন।যাতে পরবর্তী পোষ্ট করার আগ্রহ পায়। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ
সৌজন্যেঃ TechBD25.com
7 thoughts on "[®জ্ঞানের আলো® পর্ব-3] দেখুন কিভাবে অটোমেটিক আপনার পোষ্টে HTML কোড যুক্ত করে ট্রিকবিড়িতে পোষ্ট করবেন।এবার আর কষ্ট করে কোডিং করতে হবেনা। বিস্তারিত পোষ্টে"