আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। আজকে এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটি Social Network সাইট বানাবেন!! আর সেই সাইটের ফিচার সব ফেসবুকের মতোন হবে !! আর, আজকের এই টিউনটি একটি ভিডিও রিলেডেট টিউন। কন্টেন্ট এর মাধ্যমে পুরো টিউন বোঝানো সম্ভব না। ভিডিও নিচে ইম্বেড করা আসে !!
তো আমাদের এই ধরনের Social Network সাইট বানাতে কী কী লাগবে?
শুধু মাত্র তিনটি জিনিস হলে আমরা খুব সহজেই এই ধরনের সাইট বানাতে পারব।
- Hosting – প্রিমিয়াম হোস্টিং লাগবে নয়তো সাইট বানানোর কিছুক্ষণের মধ্যে ব্যান খাবেন। তবে আপনি চাইলে 000webhost এর ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারেন এটি সহজে ব্যান করে দেয় না।
- Domain– আপনি চাইলে freenom থেকে একটি ফ্রি ডোমেইন বা একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .net, .info) কিনে নিতে পারেন
- Script– Social Network সাইট বানাতে আমাদের অবশ্যই একটি Social Network স্ক্রিপ্ট এর প্রয়োজন। স্ক্রিপ্টটি আমি ইতিপূর্বে শেয়ার করেছি। আর আপনি যদি স্ক্রিপ্টটি ডাউনলোড না করে থাকেন তাহলে এখনি ডাউনলোড করে নিন।
Recommend:
Download Wowonder v2.3.3 nulled Script
How to Create a Social Network site !! Full tutorial Video
প্রথমেই ভিডিওটি দিয়ে দিলাম কেননা আগেই বলেছি এটি একটি ভিডিও রিলেটেড পোস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি স্কিপ করবেন।
How to Create a Social Network site Step by Step
- প্রথমে আপনি আপনার হোস্টিং এর Cpanel এ লগিন করে নিন।
- তারপর, File Manager > public_html এ যান।
- public_html এ যাওয়ার পর ওখানেই স্ক্রিপ্টটি আপলোড করে Extract করে দিন।
- Extract করার পর উপলোড করা জিপ ফাইলটি ডিলিট করে দিন।
- এবার আপনি আপনার সাইটটি নতুন আরকেটি ট্যাবে ওপেন করে নিন।
- ওপেন করার পর দেখতে পারবেন যে সাইটিকে ডাটাবেজের সাথে কানেক্ট করতে বলতিছে।
- এবার আপনি সাইটিকে ডাটাবেজের সাথে কানেক্ট করে নিন। (কীভাবে কানেক্ট করতে হবে এটা ভিডিওতে দেখানো হয়েছে)
- Database name, Database username এবং Database পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখুন
- ডাটাবেজের সাথে কানেক্ট করার পর আপনার সাইট রেডি এবার আপনি আপনার এডমিন অ্যাাকাউন্ট দিয়ে লগিন করুন
- এবার সবশেষ install নামক ফোল্ডারটি ডিলিট করে দিন
- এখন মজা করুন আর, আমার ইউটিউব চ্যানেলকে সাবসস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। Subscribe My Youtube Channel
এই ছিল আজকের টিউন। আশা করছি পোস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে –
যেকোন প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট কম দামে কিনতে চাইলে ই-মেইল করুন – [email protected] অথবা, ফেসবুকে মেসেজ দিন Message Me
Alada Bissoy Niye Bolar Jonno?
Ami 3Ta Copy Mukto Post Korechi.
Trainer Request O Korechi.
Abar Mail O Korechi
But Ekhono Auther Hoi Ni….
Please Admin Vai Comment Ta Dekhle Amai Auther Koren.
Fd id link den