Site icon Trickbd.com

তৈরী করে নিন যেকোনে সাইটের জন্য Register, Contact, Payment Request ফর্ম।

Unnamed

বর্তমানে কোটি কোটি মানুষ ওয়েবসাইট ব্যবহার করে। 
আবার কিছু মানুষ আছে যারা সাইট ব্যবহার না করলেও অনেক ধারণা আছে। 
বলতে গেলে এখন প্রায় অনেক মানুষই এই ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করে। 

আমাদের আজকের বিষয়টি ওয়েবসাইট নিয়ে নয় তবে, ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট এটা। 
যারা টাইটেলটা দেখে বুঝেছেন?  বা ভালো লেগেছে তারাই এই কন্টেন্টি দেখবে। 

আর যারা এই বিষয়টি নিয়ে ঘাটে না অথবা বোঝে না তারা দেখবে না নিশ্চয়। 

বর্তমানে ওয়েবসাইট তৈরীর জন্য অনেক বড় বড় প্লাটফর্ম তৈরী আছে তবে সব গুলোতে একইরকম সুবিধা হয় না। 

দেখতে গেলে এখন ওয়ার্ডপ্রেসটাই অনেক বেশি ব্যবহার করে মানুষ। 

হুম তবে আরো অনেক প্লাটফর্ম আছে যেগুলোও কম চলে না। 
বর্তমানে সবদিক থেকে ওয়ার্ডপ্রেসেই বেশি সুবিধা তাই এটার ব্যবহারীর সংখ্যা ও বেশি। 

অন্যদিকে ব্লগার গুগলের অংশ এটাও কিন্ত কম জনপ্রিয় নয়? 

এখন এসব কথা নয় কাজের কথায় আসি। 

আজকের বিষয়টি হলো যারা ব্লগার ব্যবহার করেন।  বা অন্য কোনো সাইট ব্যবহার করেন।  এখন আপনি চাইছেন যে, আপনার সাইটে একটা কনটাক্ট ফর্ম তৈরী করতে?  কোডের বিষয় ও তেমন ধারণা নেই।  তারা কিভাবে খুব সহজেই যেকোনো সাইটের জন্য একটি কনটাক্ট ফর্ম বা পেমেন্ট রিকুয়েস্ট ফর্ম অথবা অন্য কোনো ফর্ম তৈরী করবেন?  সেইটাই আজকের বিষয়। 

এই কন্টেন্টটা দেখে আপনি খুব সহজেই কোনো কোড বা কোনো প্লাগিন ছাড়াই যেকোনে ফর্ম তৈরী করতে পারবেন। 



তাহলে আসুন আজকের বিষয়টি ভালো করে বুঝে নেই। 

সবার প্রথম নিচের লিংকে যানঃ-
Click here… 
এবার নিচের মতো একটা পেজ আসবে। 

এবার Signup এ ক্লিক করে একাউন্ট করে নিন।Google+ দিয়ে লগইন ও করতে পারেন।এবার “Create New Plugin” এ ক্লিক করুন।আমরা সাইটের জন্য ফর্ম বানাবো তাই Form Builder সিলেক্ট করুন।আপনার ইচ্ছা মতো যেকোনো ধরণের ফর্ম বানাতে পারেন। তবে আমি কনটাক্ট ফর্ম তৈরী করা দেখাবো।আপনার ফর্মটিতে কি কি ঘর নিবেন মানে কি রকম বা কয়টা বিষয় নিবেন আর কি নিবেন ফর্ম এ তা দিন। সবকিছু ঠিক থাকলে Next এ ক্লিক করুন।উপরের পেজটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার ফর্মটি কেউ পূরণ করে পাঠালে কোন মেইলে যাবে সেইটা এখান থেকে দিবেন।দেখানে যায়গায় মেইলটি দিন। এবার Done এ ক্লিক করুন।এবার Next এ ক্লিক করুন।আপনি যদি আপনার ফর্মে পেমেন্ট সিস্টেম করতে চান তাহলে এটা চালু করতে পারেন।এবার ডিজাইনটা নিজের ইচ্ছা মতো করে “Add Site” এ ক্লিক করুন।এবার কোডটি কপি করে নিন। যেই পেজে ফর্মটি বানাতে চান সেইটাই কোডটি পেস্ট করে দিন। দেখুন হয়ে গেছে।

আশা করি  বিষয়টি আমি বোঝাতে পেরেছি? 
পরবর্তীতে আরো অসাধারণ পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। 
আমাদের সাইটে মাত্র একটি মান সম্মত পোস্ট করে ট্রেইনার রিকুয়েষ্ট করলেই ট্রেইনার  হয়ে যাবেন। 
আমাদের সাইটে একটি পোস্ট করলে আপনাকে ৫৳ অটো দেওয়া হবে। 
পরে পোস্টের উপর নির্ভর করে টাকা প্রদান করা হবে। 
আমাদের সাইট লিংকঃ