আবার কিছু মানুষ আছে যারা সাইট ব্যবহার না করলেও অনেক ধারণা আছে।
বলতে গেলে এখন প্রায় অনেক মানুষই এই ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করে।
আমাদের আজকের বিষয়টি ওয়েবসাইট নিয়ে নয় তবে, ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট এটা।
যারা টাইটেলটা দেখে বুঝেছেন? বা ভালো লেগেছে তারাই এই কন্টেন্টি দেখবে।
আর যারা এই বিষয়টি নিয়ে ঘাটে না অথবা বোঝে না তারা দেখবে না নিশ্চয়।
বর্তমানে ওয়েবসাইট তৈরীর জন্য অনেক বড় বড় প্লাটফর্ম তৈরী আছে তবে সব গুলোতে একইরকম সুবিধা হয় না।
দেখতে গেলে এখন ওয়ার্ডপ্রেসটাই অনেক বেশি ব্যবহার করে মানুষ।
হুম তবে আরো অনেক প্লাটফর্ম আছে যেগুলোও কম চলে না।
বর্তমানে সবদিক থেকে ওয়ার্ডপ্রেসেই বেশি সুবিধা তাই এটার ব্যবহারীর সংখ্যা ও বেশি।
অন্যদিকে ব্লগার গুগলের অংশ এটাও কিন্ত কম জনপ্রিয় নয়?
এখন এসব কথা নয় কাজের কথায় আসি।
আজকের বিষয়টি হলো যারা ব্লগার ব্যবহার করেন। বা অন্য কোনো সাইট ব্যবহার করেন। এখন আপনি চাইছেন যে, আপনার সাইটে একটা কনটাক্ট ফর্ম তৈরী করতে? কোডের বিষয় ও তেমন ধারণা নেই। তারা কিভাবে খুব সহজেই যেকোনো সাইটের জন্য একটি কনটাক্ট ফর্ম বা পেমেন্ট রিকুয়েস্ট ফর্ম অথবা অন্য কোনো ফর্ম তৈরী করবেন? সেইটাই আজকের বিষয়।
এই কন্টেন্টটা দেখে আপনি খুব সহজেই কোনো কোড বা কোনো প্লাগিন ছাড়াই যেকোনে ফর্ম তৈরী করতে পারবেন।
তাহলে আসুন আজকের বিষয়টি ভালো করে বুঝে নেই।
সবার প্রথম নিচের লিংকে যানঃ-
Click here…
এবার নিচের মতো একটা পেজ আসবে।
পরবর্তীতে আরো অসাধারণ পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।