আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।
তো আজকে লিখতে বসলাম কিভাবে আপনার সাইটে আনলিমিটেড ট্রাফিক নিবেন।
একটা সাইটের প্রান হলো ভিজিটর, ভিজিটর ছাড়া ওয়েবসাইট অচল।
আপনার যদি ব্লগার, বা ওয়ার্ডপ্রেস বা পিএইচপি বা জুমলা যেকোনো ওয়েবসাইট থাকে তাহলে খুব সহজেই আপনার ওয়েবসাইটটিতে আপনার ইচ্ছে মতো ভিজিটর নিতে পারেন ছোট একটি এ্যাপের মাধ্যমে।
আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর প্রবেশ করে কোনো পোস্টে যদি ভিউ দেখে ৫-১০ টা তাহলে ওই ভিজিটর আর আপনার সাইটে ভিজিট করতে যাবে না, ভাববে সাইটে ভিজিটর নাই ভালো লাগে না ধৌত ওই সাইট আর ভিজিটই করবো না।
যদি ভালো কোয়ালিটির পোস্ট থাকে সাইটে তাহলে যেকোনো ভিজিটরই পরবর্তীতে ভিজিট করতে যাবে, তার লাভের জন্য।
কিন্তু যদি ভালো কোয়ালিটির উপকারী কন্টেন্ট না থাকে আর যদি পোস্টের ভিউস ও কম দেখে ভিজিটর রা তাহলে কিন্তু সর্বনাশ।
আপনি এই সমস্যা সমাধান করার জন্য অটো ভিজিটর নিতে পারেন।
আপনার সাইটে যদি এডসেন্স এপ্রুভাল থাকে তাহলে অটো ভিজিটর নিবেন না, এতে করে আপনার এডসেন্স একাউন্টের সমস্যা হতে পারে।
তাই আমি আবারও বলছি আপনার ওয়েবসাইট এডসেন্স এপ্রুভাল হলে আপনি অটো ভিজিটর নিবেন না।
আর যদি এডসেন্স এপ্রুভাল না থাকে তাহলে আপনি অটো ভিজিটর নিতে পারেন, এতে এডসেন্স এপ্রুভাল পেতে কোনো সমস্যা হয় না।
এ্যাপটির নামঃ Automated traffic both
এ্যাপটি সাইজঃ 3.96 মেগাবাইট
[img id=607066]
প্রথমে
এ্যাপটি ডাউনলোড করে নিন
এখানে ক্লিক করুন
(১) ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করুন
(২) খালি বক্সে আপনার ওয়েবসাইটের পোস্ট লিংক দিন এবং বুস্ট ট্রাফিকে ক্লিক করুন
(৩) এখন দেখুন ট্রাফিক পাঠাতে আছে
(৪) দেখুন আমার ১১ টি ভিউ ছিলো এখন ১৩ টি হয়ে গেছে।
আপনি নিজেই ট্রাই করে দেখুন তারপর কমেন্ট করে জানিয়েন।