Site icon Trickbd.com

পিটিসি স্ক্রিপ্ট বা ওয়েব এপ্লিকেশন টি যেভাবে ইন্সটল বা সেট আপ করবেন

তো বরাবর মতোই দ্বিতীয় পার্ট নিয়ে হাজির। কিছু কথা না বললেই নয়। আপনারা একজন কমেন্ট করলেন ফাইল কাজ করেনা কাজ না করলে আমি এই পার্ট টা কীভাবে বানালাম ভাই?।

আচ্ছা বাদ দেই চলেন বড় টিউন হবে তাই বেশি কথা না বলে কাজে লেগে পড়ি। আমি যেভাবে করি সেভাবে করতে থাকুন।

প্রথমে আপনি আপনার সাইটের সিপ্যানেল এ যান। এবং ইম্পর্টেন্ট ইনক্রিডেন্টস দিয়ে লগিন করুন। তারপর ফলো করুনঃ

১. ফাইল ম্যানেজার এ ক্লিক করুন।

ফাইল ম্যানেজার এ ক্লিক করুন

২. তারপর একটি নিউ ট্যাব ওপেন হবে। সেখান থেকে এই বাটনে ক্লিক করুন বা আপনাদের ক্ষেত্রে আপ্লোড বাটনে ক্লিক করুন। আমার ক্ষেত্রে আমি “Upload a File” ক্লিক করলাম।

আপ্লোড বাটনে ক্লিক করুন

৩. তারপর ফাইল টা চুজ করুন যারা ডাউনলোড করেননি বা বুঝছেন্না তারা আগের পোস্ট থেকে ফাইল ডাউনলোড করে আসুন। আগের পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

ফাইল টি বাছাই করুন

৪. আমার ক্ষেত্রে আমি “Upload And Extract” এ ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে যদি এমন কোন অপশন না আসে তবে আপ্লোড হবা পর ফাইল এর উপর লং ক্লিক করে এক্সট্রাক্ট এ ক্লিক করে এক্সট্রাক্ট করে নিন।

আপ্লোড এবং এক্সট্রাক্ট বাটনে ক্লিক করুন

৫. এক্সট্রাক্ট হয়ে যাবার পর আবার সিপ্যানেল এ ফিরে যান। এবং Mysql এ ক্লিক করুন আর আপনার ইচ্ছে মতো একটি নাম দিন। আমি একটা দিয়ে নিলাম আমার ক্ষেত্রে আমি “ptc” দিলাম।

ডাটাবেজ এর নাম দিন

৬.ডাটাবেজ এর নাম দেয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করুন। তারপর এই ইনফোরমেশন গুলো মনে রাখার চেষ্টা করুন। অথবা লিখে রাখুন। যা যা মনে রাখবেন। Mysql Db Name, Mysql Db username, db password, db host

ডিবি ইনফরমেশন মনে রাখুন

৭. এবার আপনি আপনার সাইটে যান অর্থাৎ আপনার ডোমেইন এ যেমন আমার ক্ষেত্রে আমি যাচ্ছি “http://localhost:8080/pt/install” আপনার ক্ষেত্রে আপনি প্রথমে আপনার সাইটের এড্রেস লিখবেন তারপর “/install” এটা লিখে দিবেন। যেমনঃ “http://banglapen.com/install”। আশা করি বুঝেছেন। এরকম এড্রেস এ গেলে নিচের মতো আসবে শুধু নেক্সট দিয়ে যাবেন।

ইন্সটলেশন অফ স্ক্রিপ্ট

৮. রেডিও বাটন টিতে চেক করে দিন। তারপর আবার “Next”

চেক দা রেডিও বাটন

৯. এই ক্ষেত্রে কিছু করার কোন প্রয়োজন নেই। নেক্সট এ ক্লিক করুন।

কিছু করার প্রয়োজন নেই

১০. মনে আছেতো কিছু মনে রাখতে বলেছিলাম। হ্যা গুড। এবার প্রথম ঘরে “SQL Server” দিন। দ্বিতীয় টাতে “Mysql DB Name” দিন। তৃতীয় ঘরে “Db Username” দিন। চতুর্থ ঘরে “DB Password” দিন। এবার নেক্সট এ ক্লিক করুন।

সকল ইনফরমেশন দিন

১১. এরকম আসবে নেক্সট এ ক্লিক করুন।

লাইসেন্স চাইবে নেক্সট এ ক্লিক করুন

১২. এই পৃষ্ঠায় এরর গুলো আপনাদের ক্ষেত্রে আসবেনা এটা শুধু আমার জন্যেই এসেছে। “Done” লিখা ঊঠলে “Next” এ ক্লিক করুন।

টেবল ইন্সার্ট হচ্ছে

১৩. তারপর এরকম আসবে এবং পেজ টা রিলোড নিবে ততক্ষন ওয়েট করুন যতক্ষন না পর্যন্ত লোডিং শেষ না হয় এবং আপনাকে আপনার লগিন এর জন্যে ইউজারনেম, পাসওয়ার্ড, পিন কোড এবং লগিন লিংক না দেয়।

ডাটাবেজ এ ডাটা ইন্সার্ট হচ্ছে

আরে ভাই শেষ হয়নাই। খারান কই যান এবার একটা নিউ ট্যাব নেন সিপ্যানেল এ যান লগিন করেন তারপর ফাইল ম্যানেজার এ যান তারপর htdocs ফোল্ডারে গয়ে “install” ফোল্ডার টি ডিলেট করে দিন কারণ আপনি যদি এটা রেখে দেন তবে যে কেও ক্লিক করে আপনার পিটিসি সাইট রিইন্সটল করে আপনার ক্ষতি করতে পারে।

তো কেমন লাগলো ভাই? আপনার উপকার করতে পেরেছি? আর আপনি জ্বী আপনি যিনি বলেছিলেন আমি ফেক পোস্ট করেছি এবিং রিপোর্ট করেছিলেন হ্যা আপনি এবার হয়েছেতো ইন্সটল আপনার?।

জ্বী যদি হয়েই থাকে তবে আমার ওয়েবসাইট টা কে একটু ভালোবাসা দিতে ভুলবেন্না অর্থাৎ ভিজিট করতে ভুলবেন্না আশা করি অনেক ভালো লাগবে।

বাংলাপেন.কম

ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ

আমার গত পোস্ট গুলোঃ-

মাসিক ১৪০০ টাকা সবাস্ক্রিপশন বাচান নিয়ে নিন Yoast Premium প্লাগিন একদম ফ্রিতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার রেজাল্ট ২০১৯-২০

[ ২০১৯-২০ ] শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি

[পর্ব-১] কীভাবে একটি নকল ওয়েব সার্ভার সেট আপ করা যায় এন্ড্রয়েডে।

## কালেক্টেড ##