বর্তমানে সকলেরই কম বেশি ওয়েবসাইট আছে।
সকলের বলতে যারা এই সব জিনিস গুলো নিয়ে একটু বোঝে যারা!
অথবা যাদের নেই তারা অন্যান্য সাইটের বিষয় জানতে চায়!
আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট নিয়ে এলাম যেটার মাধ্যমে,
যেকোনো সাইটের সব কিছু বিষয় জেনে নিতে পারবেন।
১! সাইটের অনুমানিক মূল্য
২! প্রতিদিনের ভিজিটরস কতো?
৩! প্রতিদিন পেজ ভিউ কতো?
৪! এডসেন্স থেকে প্রতিদিন ইনকাম কতো?
৫! সাইটের মেটা ডেস্ক্রাইপশন।
৬! মেটা ট্যাগ!
৭! এলেক্সা রেংক!
৮! বাংলাদেশী রেংক!
৯! সাইট লোডিং স্পিড।
১০! ডুমেইন রেজিস্ট্রার তারিখ।
১১! ডুমেইন নেম সারভার!
আমি শুধু অল্প কয়টা বিষয় বললাম।
এগুলো ছাড়াও আরো অনেক কিছু জানতে পারবেন এই সাইটটা থেকে!
তাহলে আসুন দেখি কিভাবে দেখবেন?
সবার প্রথম নিচের লিংকে যানঃ
গুগল পেজ রেংক ও আছে।
তাছাড়া আপনি চাইলে উপরে দেওয়া কোডটি আপনার সাইটে বসিয়ে সবাইকে এগুলো ছোট্ট আকারে দেখাতে পারবেন!
তাহলে ভাইয়ারা আজকে এখানেই বিদায় নিচ্ছি!
দেখা হবে পরের টিউটোরিয়ালে!