Site icon Trickbd.com

মাত্র ১০মিনিটে নিজেই তৈরী করুন একটি অনলাইন শোপিং মল।

Unnamed












































যতোই দিন যাচ্ছে দেশ ততোই ডিজিটাল হচ্ছে।
আগের দিনের কথা যদি একটু ভাবা যায় যেমন ৫বছর আগেই হসপিটালে রোগীর তূলনায় ডাক্তার ছিলো অনেক কম,
আর এখন ডাক্তারের তূলনায় রোগী অনেক কম।?

কি যুগ আহা!

আগের যুগের মানুষদের কাছে গিয়ে আপনি যদি বলতেন যে, অনলাইনে শোপিং করা যায়, তাহলে তারা আপনাকে পাগল বলে বের করে দিতো হয়তো,

যাক দেশ একটু ডিজিটাল হলো অনলাইনে নানান বড় বড় কম্পানি শোপিং মল তৈরী করলো,

আর যতো দেশ ডিজিটাল হচ্ছে ততোই জেনো অনলাইনে শোপিং মলের সংখ্যা বাড়ছে,
আমার এই টিউটোরিয়ালটি দেখার পর আবার ১০০জন শোপিং মল সাইট হয়তো তৈরী করবে?

আজকে আমি দেখাবো যে, খুব সহজে মাত্র ১০মিনিটে কিভাবে নিজেই একটি অনলাইন শোপিং মল তৈরী করবেন?


তাহলে আসুন শুরু করা যাকঃ

বিশ্বের সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার ওয়ার্ডপ্রেস এটা দিয়েই আজ আমরা আমাদের অনলাইন শোপিং মল সাইট তৈরী করব।

সবার প্রথম হোস্টিং ও ডুমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিন। এরপর yoursite.com/wp-admin এ যান,
এরপর মেনুতে ক্লিক দিন।



সবার প্রথম অনলাইন শোপিং মল তৈরী করতে প্রয়োজন হবে একটি E-commerce WordPress Theme এর জন্য Appearance এ গিয়ে Themes এ ক্লিক দিন।



এবার Add New এ ক্লিক দিন।



এবার Search এ গিয়ে E-commerce লিখে সার্চ দিয়ে থীম নিতে পারেন।
অথবা আমার পছন্দের অনেক ভালো একটি থীম নিচের লিংক থেকে ডাউনলোড করে আপলোড করে নিতে পারেন।





এবার আসুন থীম ইনস্টলেশন শেষ, Plugin এ গিয়ে Add New এ ক্লিক দিন।



এবার Woocommerce প্লাগিনটি নিচের লিংক থেকে ডাউনলোড করে।  ইনস্টল করে নিন।




ইনস্টল করলে এরকম আসবে,
সব কিছু ঠিক করে দিয়ে Let,s Go তে ক্লিক করুন।



এবার Continue এ ক্লিক করুন।



আবার Continue এ ক্লিক করুন।



আবার Continue এ ক্লিক করুন। 



এবার Visit Dashobard  এ ক্লিক দিন।



এবার আবার Plugin এ গিয়ে Add New এরপর  bKash প্লাগিনটি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল দিন।





এবার Setting এ ক্লিক দিন।



আপনার বিকাশ ইনফরমেশন দিয়ে Save করে দিন।



এবার Setting এ যান এরপর Reading এ ক্লিক দিন।



উপরের মতো Homepage এ Shop দিন।



Add Products এ ক্লিক দিন।



পোডাক্ট যোগ করে পাবলিশ করে দিন।



এবার আসুন কাজ শেষ সাইট ভিজিট করি।



দেখুন৷ পনার দেওয়া পোডাক্টি চলে এসেছে পোডাক্টের উপর ক্লিক দিন।



Add To Cart এ ক্লিক করুন।



এবার View Cart এ ক্লিক করুন।



অর্ডারটা ভালো করে দেখুন।



আপনার ঠিকানা দিয়ে Process Checkout এ ক্লিক দিন।



এবার বিকাশে টাকা দিয়ে Proccec করলেই হয়ে যাবে।
এভাভে আপনার শোপিং মল থেকে অন্যেরা পণ্য কিবতে পারবে।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।