বর্তমানে এমন কেউ নেই যারা সোশাল সাইটের সঙ্গে পরিচিত নয়।
কেউ একটু কম বুঝে কেউ একটি বেশি পার্থক্য এটুকুই।
অনলাইন জগতটা অদ্ভুদ।
কি রকম যেনো?
তাই না?
যায় হোক কথা সেটা না।
আজকে আমি আপনাদেরকে শেক্ষাবো যে কিভাবে খুব সহজে একটা Social Exchange ওয়েবসাইট তৈরী করবেন?
সোশাল এক্সচেঞ্জ বললে হয়তো অনেকেই ভালো বুঝবেন না।
তাই ভালোভাবে বুঝিয়ে বলি।
সোশাল এক্সচেঞ্জ কি?
মনে করেন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে।
তবে এটাতে সাবস্ক্রাইব অথবা ওয়াচটাইম অনেক কম।
এখন আপনি এগুলোকে সহজে বাড়াতেও পারছেন না।
সোশাল এক্সচেঞ্জ হলো এমন একটা সাইট যেখানে প্রধণ হলে ইউসার!
যতো ইউসার থাকবে ততে সাইট চলবে বেশি।
এখন আপনি সোশাল এক্সচেঞ্জ সাইটটিতে আসবেন এবং আপনার ইউটিউব চ্যানেলেএখান থেকে সাবস্ক্রাইব নিতে পারবেন।
তবে এরজন্য আপনাকে পোয়েন্টের প্রয়োজন হবে।
এখন আপনি অন্যদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।
তার ফলে আপনি পোয়েন্ট পাবেন।
এবং সেই পেয়েন্ট দিয়ে আপনি আবার আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচটাইম ইত্যাদি নিতে পারবেন।
হয়তো আমি বোঝাতে পেরেছি যে সোশাল এক্সচেঞ্জ সাইট কি?
আপনি হয়তো এরকম অনেক সাইট অনলাইনে দেখেওছেন?
এবার আসুন জেনে নেই সাইটটি তৈরী করতে কি কি দরকার পড়বে?
যা যা লাগবেঃ
১! হোস্টিং / ফ্রী হলেও হবে।
২! ডুমেইন / ফ্রী নিলেও হবে।
৩! সোশাল এক্সচেঞ্জ পি এইচ পি স্ক্রাইপ্ট / এটা আমি দিবো।
তাহলে আবার কি?
সবইতো ফ্রী পেয়ে গেলেন।
তাহলে আসুন কাজ শুরু করে দেইঃ
আপনার সি-প্যানেলে লগইন করুন।
এরপর File Manager এ যানঃ-
এবার যেখানে সাইটটা তৈরী করতে চান সেই ফাইলে যান।
যদি মেইন ডুমেইনে করতে চান তাহলে Public_Html এ যান।
এবার Upload এ ক্লিক করুন।
Select File এ ক্লিক করে আমার দেওয়া জিপ ফাইলটা আপলোড করুন।
ওহ সরি।
আমি তো ফাইলটি এখনো দেই নি।
নিচের লিংক থেকে ফাইলটা ডাউনলোড করুন।
আপলোড হয়ে গেলে ফাইলটার উপর ক্লিক দিয়ে ধরে রাখুন একটা মেনু আসবে।
সেটা থেকে Extract এ ক্লিক করুন।
এবার Extract File বাটনে ক্লিক দিন।
Extract হয়ে গেলে ক্লোজ করে দিন।
ওকে।
তো এবার MysQl Database Wizard এ ক্লিক দিন।
অসাধারণ লুক।
হোমপেজ।
হোমপেজ।