সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি।ত কাজের কথায় আসি।
আজকের টপিকসে আমরা দেখব কিভাবে w3schools.com এ যে কোন কোড সংরক্ষন করে রাখব এবং তা শেয়ার করব।যারা TrickBD.Com এ বিভিন্ন কোড শেয়ার করেন তারা অন্য সাইটে কোড শেয়ার না করে এখানে শেয়ার করতে পারেন।যেহেতু, w3schools.com সম্পর্কে আমরা প্রায় সবাই জানি।আর সবার কাছে ভাল নাও লাগতে পারে।এইটাই স্বাভাবিক।কিন্তু জেনে রাখতে ক্ষতি কি?
সুবিধা ও অসুবিধাঃ
- যেকোনো প্রকারের কোড শেয়ার করতে পারবেন।
- HTML এবং CSS কোড হলে তা সরাসরি রান করে দেখতে পারবেন।
- Java মোবাইল ব্যবহারকারীরাও কোড সহজে কপি,সেইব ও রান করতে পারবেন।
- কোন লগইন অথবা একাউন্ট খুলতে হবে না।
HTML,CSS ছাড়া অন্য কোড শেয়ার করতে পারলেও রান করতে পারবেন না।
কাজের ধাপঃ
প্রথমেই w3schools.com এর ওয়েবসাই টে প্রবেশ করুন।এবং LEARN HTML এ ক্লিক করুন।
তারপর Try it Yourself এ ক্লিক করুন।
তারপর নিচের কোডগুলো ডিলিট করে আপনার প্রয়োজনীয় কোড লিখুন।
সেইব বাটনে ক্লিক করুন।
SAVE এ ক্লিক করুন।
তারপর নিচের মতো একটি লিংক দেয়া হবে।এই লিংকে যে কোন সময় আপনার কোডটি পেয়ে যাবেন।
না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।খারাপ লেগে থাকলে অবশ্যই রিপোর্ট করবেন।আর হে TrickBD.Com এর সাথেই থাকবেন।আল্লাহ্ হাফেজ।