Site icon Trickbd.com

sfAppStore এর মতো সাইট তৈরী করুণ, এক পার্টেই সবকিছু!

Unnamed


ওয়াপকিজ একাউন্টে লগ ইন করি না প্রায় ২ মাস হয়ে গেলো! ওয়াপকিজ নিয়ে কাজ করতে আর ভালো লাগে না। কিন্তু গত ৩ মাসে প্রায় ১০০ জন ফেসবুকে আমাকে আমার sfappstore.wapkiz.com সাইটের কোডগুলো শেয়ার করার জন্য রিকুয়েস্ট করেছে। কিন্তু পোস্ট করার জন্য কোনো ভালো প্লাটফর্ম পাই নাই যেখানে আমি শেয়ার করতে প্যারি। তো যেহেতু এখন আমি ট্রিকবিডিতে একজন অথর তাই ভাবলাম শেয়ার করলে অনেকের কাছেই পৌছাবে।

তাই অবশেষে আজকে শেয়ার করলাম।

বন্ধুরা আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, আবার পিসি থেকে নেওয়া স্কিনশট ইউজ করলেও ফোন থেকে যারা পোস্ট ভিউ করবেন তাদের বুঝতে অসুবিধা হবে তাই নকিয়া ফোন থেকে নেওয়া স্কিনশট ইউজ করেছি, বুঝতে একটু সমস্যা হলেও হতে পারে।

চলুন শুরু করি!

তো বন্ধুরা প্রথমেই নিচের লিঙ্ক থেকে একটি জিপ ফাইল ডাউনলোড করুণ।

Download Link

Demo Site

এই জীপ ফাইলটিতে সব কোড আছে। প্রথমেই জীপ ফাইল টি Extract করুণ। Extract করলে এর মধ্যে 13 টি ফোল্ডার পাবেন। ফোল্ডার গুলো হলো:

  • Site–1.html
  • Site–2.html
  • Site-0.html
  • Site-search.html
  • Site-category.html
  • Site-download.html
  • Site-upload.html
  • Site-admin.html
  • Site-category.html
  • Site-Contact.html
  • Site-profile.html
  • Site-edit-profile.html
  • Site-team.html
  • meta.txt
  • style.txt।
  • এই ফোল্ডার গুলোর মধ্যে কোনোটিতে একটি আবার কোনোটিতে দুইটি করে টেক্সট ফাইল রয়েছে।

    কোড তো পেয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে কোথায় এবং কিভাবে বসাবেন? এর জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত ফলো করতে থাকুন।

    এবার আপনার সাইটে Login করে একটি নুতুন সাইট খুলুন অথবা যে সাইটে এই কোড ব্যবহার করবেন সা সাইটের সব কোড ডিলিট করে দিন। এবার Wapkiz>>Panel>>Page>> এ গিয়ে একটি একটি করে নিচের পেজ গুলো ক্রিয়েট করুণ।

  • search
  • category
  • download
  • upload
  • admin
  • category
  • contact
  • profile
  • edit-profile
  • team

  • এবার Panel>>Manage Page এ গিয়ে দেখুন যে নামে ফোল্ডার রয়েছে সেই নামে পেজ তৈরী করা হয়ে গেছে।

    এবার প্রতিটি ফোল্ডার ভিতরে দেখুন কোনো ফাইলের নাম All.txt আবার কোনো ফাইলের নাম Guest.txt আবার কোনো ফাইলের নাম User.txt ।
    এখন প্রতিটি পেজে গিয়ে Panel>>Html / Tag Code থেকে ঐ পেজের নামে থাকা ফোল্ডারের ফাইলের টেক্সট কপি করে পেস্ট করে ফাইলের নাম যদি All.txt হয় তাহলে Visibility Access: All Access আর যদি Guest.txt হয় তাহলে Visibility Access: Guest আর যদি User.txt হয় তাহলে Visibility Access: User দিয়ে ‘Oke’ বাটনে ক্লিক করুণ। যেমন ধরুন আমি যদি site-0.html এ কোড বসাই তাহলে site-0.html ফোল্ডারের ভিতরে থাকা কোড কপি করতে হবে।



    এবার style.txt ফাইলে থাকা কোড গুলো Panel>>CSS Theme>>Edit Full CSS এ গিয়ে পেস্ট করে দিয়ে ‘ok’ বাটনে ক্লিক করে সেভ করুণ।



    Meta.txt ফাইলে থাকা কোড গুলো Panel>>Meta Header এ পেস্ট করে দিন।


    এগুলা কোনো নুতুন বেপার নয় তাই কারুরই না বোঝার কথা নেই। এবার আপনার সাইট ভিউ করুণ। আশা করি আপনি একটি সুন্দর ডিজাইনের সাইট পেয়ে গেছেন। আর যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানান অবশ্যই সমাধান দেওয়ার ট্রাই করব।

    আপনাদের যাদের সাইট আছে তারা নিজের সাইটে এই পোস্ট শেয়ার করতে পারেন তবে সেটা একটাই শর্তে সেটা হলো পোস্টের ক্রেডিট হিসেবে পোস্টের নিচে www.trickjal.xyz এর লিঙ্ক দিতে হবে।

    My Blog Site