Site icon Trickbd.com

Blogger এ বানিয়ে ফেলুন নিজের সার্চ ইঞ্জিন তাও ফ্রি

Unnamed

আজকে আমি দেখাব কিভাবে আপনি ব্লগার এ একদম ফ্রি কোনো কোডিং না করেই একটি সার্চ ইঞ্জিন বানাতে পারবেন।

ডেমু দেখুন:
BhooglBD | Bangladesh best search engine

এবার স্ক্রিনশট গুলো খেয়াল করুন:


তাহলে এবার ভালো করে লেখা গুলো খেয়াল করুন।

প্রথমে নিচের লিংক থেকে দেওয়া zip ফাইল ডাউনলোড করবেন।ফাইল unzip করলে একটি HTML ফাইল পাবেন।সেটিতে রয়েছে সার্চ ইঞ্জিন বানানোর যাবতীয় HTML এবং javascript কোড।সেগুলো শুধু কপি করে আপনার ওয়েবসাইট বা ব্লগার এর Add wedget এ html and javascript অপশনে শুধু পেস্ট করবেন।বেস আপনার কাজ শেষ।পেয়ে যাবেন আপনার সাইটের জন্য একটি গুগলের মতো সার্চ ইঞ্জিন।

search engine script.zip – 320 KB

বিশেষ তথ্য:এটি আসলে মূলত google custom search engine.যেটিকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কমান্ড করু স্পেশাল লুক দেওয়া হয়েছে।এই আরকি।আর এই সাধারণ কাজটি করে এক ক্লাস ৭ এর ছেলেকে তার বাবা সাংবাদিক দের মাধ্যমে আজকে সেলিব্রেটি করে দিয়েছে।যা আসলেই কাম্য না।এটি দিয়ে আমাদের মাঝের লোভী দিকটি বের হয়ে এসেছে।তাই যাতে সেই ছেলে একাই আর বলতে না পারে যে সে একাই এমন সাইট বানাতে পারে।ট্রিকবিডি এর সকল ভিজিটর দের যাতে এমন সাইট তগাকে তাহলেই আমার স্ক্রিপটিং সফল হবে।ধন্যবাদ।সেই সাইটের স্ক্রিনশট দেখুন:


Sony গ্রুপের সকল টিভি চ্যানেলের লাইভ স্টিম লিংক খুব দ্রুত দেওয়া হবে।তাই সাথেই থাকুন