আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া?
আশা করি ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তবে ভালো নেই দেশের অনেক লোক বিশ্বের অনেক মানুষ৷
আমাদের পাপের কারণে আমাদের এতো গুণাহের কারণে আল্লাহর গজব আমাদের উপর এসে পড়েছে,
আমরা সবাই সেই মহান দয়াময় আল্লাহর কাছে দয়া করবে তিনি যেনো এই গজব থেকে আমাদের রক্ষা করেন৷
আর আমাদের কেউ কিছুটা সতর্ক থাকতে হবে, ঘর হতে বাইরে বের হওয়া যাবে না!
আপনারা ঘরে বসেই অনলাইনে ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করুন ইনশাআল্লাহ আরো জানতে পারবেন৷
আর আজকে আমি দেখাবো সম্পূর্ণ ফ্রীতে ১০জিবি এস.এস.ডি হোস্টিং কিভাবে নিবেন?
আগে যারা হোস্টিং কি জানেন না তারা জেনে নিন!
আমরা যখন বাড়ি তৈরী করি তখন প্রথমেই আমাদের একটি জমির প্রয়োজন পড়ে,
তার কারণ আমরা যে ঘড়টি তৈরী করব তার জন্য একটি স্থান আমাদের প্রয়োজন পড়ে আর এই স্থানটিই হলো জমি-জায়গা।
-ঠিক তেমনি অনলাইনে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরী করতে যাবো তখন সবার প্রথম আমাদের সাইটটি তৈরীর জন্য একটি জায়গা বা স্থান দরকার পড়বে।
আর অনলাইনে এই স্থানটিই হলোঃ হোস্ট।
প্রত্যেকটি ওয়েবসাইট তৈরীর জন্যোই হোস্টিং এর প্রয়োজন পড়ে,
এখন একটি প্রশ্ন থাকে “তাহলে ব্লগার সাইটে তো হোস্ট এর প্রয়োজন পড়ে না”
না এটা ভূল ধারণা ব্লগার সাইটেও হোস্ট এর প্রয়োজন পড়ে তবে ব্লগার একটি ফ্রী ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম তাই গুগল ফ্রীতেই ব্লগার সাইটের জন্য হোস্ট দিয়ে দেই।
হোস্টিং এর একটি সাইজ আছে,
আপনি যখন একটি বাড়ি তৈরীর জন্য জমি কিনবেন তখন নিশ্চয়ই জমির একটি পরিমাণ অনুযায়ী কিনবেন?
আপনার বাড়িটা কতো বড় করবেন তার উপর নির্ভর করে জমির পরিমাণ নিবেন, সেটা হতে পারে ১কাঠা জমিন, অথবা ৫কাঠা জমিন।
ঠিক তেমনি অনলাইনে হোস্টিং এর ও একটি পরিমাণ আছে আর এখানে এই পরিমাণ কে মেগাবাইট বা গিগাবাইট (Megabyte Or Gigabytes) হিসাবে পরিমাপ করা হয়,
১০২৪মেগাবাইট = ১গিগাবাইট
আপনি আপনার সাইটটি কতো বড় করতে চান তার উপর নির্ভর করে হোস্টিং কিনবেন।
এবার আসি হোস্টিং এর প্রকারভেদ নিয়ে আলোচনায়,
অনেকরকম হোস্টিং অনলাইনে কিনতে পাওয়া যায়,
>শেয়ারড হোস্ট(Shared Host)
>ওয়ার্ডপ্রেস হোস্ট(WordPress Host)
>ক্লাউড হোস্ট(Cloud Host)
এরমধ্যো সবচেয়ে জনপ্রিয় হলো শেয়ারড হোস্ট(Shared Host) এর কারণ এটি অনেক সস্তা দামে কিনতে পাওয়া যায়,
আর সবচেয়ে ভালো হোস্ট ক্লাউডহোস্ট(Cloudhost) তবে এর দাম একটু বেশি হওয়ায় এটার জনপ্রিয়তা খুবিই কম।
এবার আসি হোস্টিং কিনবেন কোথায় থেকে?
বর্তমানে লক্ষ লক্ষ হোস্টিং সাইট তৈরী হয়েছে এর মধ্যো হাজারো সাধারণ মানুষের হোস্টিং সাইট ও আছে,
অনেকে যেমন তেমন হোস্টিং সাইট থেকে হেস্টিং নিয়ে সাইট তৈরী করছে তবে দেখা গেলো কিছুদিন পর হোস্টিং সাইটটিই বন্ধ হয়ে গেলো,
আশা করি হোস্টিং সম্পর্কে অল্প কিছু ধারণা আপনাকে অর্জন করাতে পেরেছি?
এবার আসুন ১০জিবি ফ্রী হোস্টিং নেইঃ
ও আরেকটা কথা আপনি শুনলে অবাক হবেন যে, এই ১০জিবি হোস্ট পেইড হোস্ট এটা দিয়ে আপনি যেকোনো প্রকার সাইট তৈরী করতে পারবেন। আর এটাতে ১০০% এডসেন্স এপ্রূভ হবে।
আর এই হোস্টিং এর সি-প্যানেলটাও অসাধারণ, এবং সহজ,
সবার প্রথম নিচের লিংকে যানঃ
Click now
এরপর স্ক্রিনশট লক্ষ করুনঃ
১২!
১৩!
১৪!
১৫!
১৬!
১৭!
১৮!
১৯!
আশা করি বুঝতে পেরেছেন আর আরো একটি কথা হোস্টিংটা অর্ডার করার পর পেন্ডিং দেখাবে এরপর ৩০মিনিট সময়ের পর এপ্রূভ হবে৷
ধন্যবাদ।
হায়! আমি বাইজিত, আমার বয়স ১৫বছর প্রযুক্তির এই দুনিয়ায় ২বছর ধরে আছি। আর এই দুই বছরেই অনেক কিছু শিক্ষেছি।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে বলতে পারেন।