হায়! কেমন আছেন আপনারা সকলে মানে ট্রিকবিডির ইউসাররা!
আমি অনেক ভালো আছি,
সার্চ কন্সল নামটা যারা গুগলের সঙ্গে পরিচিত যারা ওয়েবসাইটের সঙ্গে পরিচিত তারা একবার হলেও হয়তো শুনেছেন?
সার্চ কন্সল গুগলের একটি অংশ, ঠিক গুগল ম্যাপ, গুগল এডসেন্স, গুগল এডমব এর মতোই!
গুগলের নানান জিনিসের নানান কাজ তাহলে এই সার্চ কন্সলের কাজ কি?
আমি একটি বাস্তব উদাহরণ দেইঃ
“মনে করুন আপনি একজন মানুষের কাছে প্রিয় হতে চান? আর সে সকলের কাছে প্রিয় আর আপনি তার কাছে প্রিয় হতে চান!
তাহলে নিশ্চয় আপনাকে এমন কিছু করতে হবে যা দেখলে সে আপনাকে সবার থেকে আলাদা ভাবে দেখবে? ”
ঠিক তেমনই গুগল বিশ্বের সবথেকে বড় সার্চ ইন্জিন, বেশিরভাগ ওয়েবসাইট গুলোতে গুগল সার্চ থেকে ভিজিটরস আসে।
এখন আপনি যদি আপনার সাইটের কন্টেন্ট গুলো গুগলে ইনডেক্স করাতে পারেন তাহলে প্রতিদিন গুগল থেকে আপনিও ভালো পরিমাণ ট্রাফিক পাবেন!
তবে এর জন্য আপনাকে ঠিক উদাহরণের মানুষটার মতো গুগলের কাছে আপনার সাইটটাকে আলাদাভাবে দেখাতে হবে!
আপনি যদি শুধু মনে মনে আশা করেন যে, না আমি কিছু করব তার মনে আমার জনয় এমনিই আলাদা ফিলিংস হবে, তাহলে আমি বলব আপনার ভাবনা ভূল! ঠিক তেমনই গুগলের কাছে আপনার সাইটটকে একটু আলাদা না দেখালে গুগল আপনার কন্টেন্ট আপনার সাইটে গিয়ে ইনডেক্স করবে না!
তার কোনো দায়বদ্ধতা নেই,
এখন সেই উদাহরণের মানুষটার কাছে আপনাকে প্রধান্য করতে কারো সাহায্য নিতে হবে তার সাথে কথা বলতে হবে, বন্ধু হতে হবে। তাহলেই সে কিছুটা হলেও আপনাকে মনে রাখবে!
ঠিক তেমনই গুগলের কাছে আপনার সাইটকে প্রধান্য দিতে আপনাকে সার্চকন্সল এর সাহায্য নিতে হবে, বপনার সাইটকে গুগলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, তার সাথে কিছুদিন বন্ধুত্ব রাখতে হবে!
আপনি কি জানেন? আপনার সাইটের এস.ই.ও নির্ভর করে আপনার ডুমেইনের উপর, ডুমেইনের বয়স যতো বেশি হবে গুগল সেই সাইটটাকে আরো বেশি প্রধাণ্য দিবে,
প্রমাণ হিসাবে নানান সাইট দেখুন এমনকি ট্রিকবিডি দেখুন 2013-01-07 তারিখে TrickBD.Com রেজিষ্ট্রেশন করা হয়।
তাহলে ৭বছর আপনার ডুমেইনও ৭বছর বয়স করুন আর একটু এসইও করুন ট্রিকবিডির থেকে ফাস্ট গুগল ইনডেক্স হবে।
আর আজকে আমি ছোট্টগোপনীয় ৫০০০৳ মূল্যোর একটি টিপস শেক্ষাবো,
এই টিপস ব্যবহার করে যেকোনো পোস্ট ২মিনিটে গুগলে ইনডেক্স করাতে পারবেন।
আমি নতুন করে এস.ই.ও শেক্ষাবো না, সময় পেলে আরেকদিন,
আর আজকে আপনাকে আপনার সাইটের পোস্ট গুগলে দুমিনিটে ইনডেক্স করাতে,
১! আপনার সাইট সার্চ কন্সলে এড করা থাকতে হবে অথবা করে নিতে হবে।
২! সার্চ কন্সল ওয়ানারশিপ ভেরিফাই করে নিতে হবে।
৩! আপনার সাইটের সাইটম্যাপ সার্চ কন্সলে এড করতে হবে।
এই দুইটা হলেই হবে এবার আসুন কাজ শুরু করিঃ
প্রথমে নিচের লিংক থেকে সার্চ কন্সলে যানঃ
https://search.google.com/search-console/welcome
এবার আপনার জি-মেইল দিয়ে লগইন করুন।
এবার মেনুতে ক্লিক করুন।
এবার উপরে দেখানো জায়গায় ক্লিক করুন।
আপনার সাইট সিলেক্ট করুন।
এবার URL Inspection এ ক্লিক দিন।
এবার উপরে দেখানে ফাকা স্থানে আপনার কন্টেন্ট লিংক দিন যেটি আপনি গুগলে ইনডেক্স করাতে চান!
তবে যেটা ইনডেক্স করাতে চান সেটা,
১! সার্চ কন্সলে যোগ করা সাইটের অংশ হতে হবে।
২! অবশ্যই লিংকটা সাইটম্যাপে থাকতে হবে।
এবার লিংকটা দিয়ে ইনটার করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন।
এবার Request Indexing এ ক্লিক করুন।
আমার একটি পোস্ট, ৪ঘন্টাই ইনডেক্স।
ধন্যবাদ!
আশা করি আমার এই পোস্টা আপনার একটু হলেও কাজে লেগেছে?
অনলাইন জগৎের নানান বিষয় সম্পর্কে জানতে জানাতে এখনি ওয়েব মাস্টার বিডি ফেসবুক গুরুপে জোয়েন হোন!
ওয়েবসাইট, এপস, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এডসেন্স, সাইট বিক্রি, ডুমেইন বিক্রি, এডমব ইউটিউব, ইত্যাদি নানান বিষয় নিয়ে তৈরী এই গুরুপ. তাহলে এখনি চলে আসুন গুরুপে।