Site icon Trickbd.com

এখন মোবাইল দিয়েই ওয়েবসাইট ডিজাইন শিক্ষুন ছোট্ট একটি এপস এর মাধ্যমে….মাত্র ৫ মেগাবাইট…!

Unnamed

আজকে আমি ছোট্ট একটি এপস রিভিউ করব, বলুন তো কি ধরনের এপস হতে পারে?
______জিগ্যেসা করে তো লাভ নাই টাইটেলেই তো বলে দিয়েছি! তবুও একবার বলি!

আপনি কি কোডিং শিক্ষতে চান? মানে আমি বলতে চাইছি আপনি কি ওয়েব ডিজাইন ওয়েব ডেভোলোপমেন্ট শিক্সতে চান?
_______তবে দুঃখের বিষয় আপনার কম্পিউটার নেই!

আরে এটা দুঃখের বিষয় নয়, এখন কম্পিউটারে যা করা যায় তা মোবাইল ফোনেও করা যায়, অনেকেই আমাকে জিগ্যেসা করছে যে, ভাই ওয়েব ডিজাইন শিক্ষাতে চায় তবে কম্পিউটার নেই এখন কি করব?
_______আরে ভাই একটু চেষ্টা করেন দেখেন আপনার হাতের ফোনটি দিয়েই কোডিং শিক্ষে ওয়েব ডিজাইনার হতে পারবেন!

-আজকে আমি ছোট্ট একটি এপস আপনাকে সাজেস্ট করব, আপনি এই এপস-এ কোডিং করুন ইনশাআল্লাহ কোডিং শিক্ষতে পারবেন!

আমি ছোট্ট একটি বাটন তৈরী করব আজকে এই এপসটিতে,
________আরে ভাই ফোনের বাটন না!
এইচ.টি.এম.এল এবং সি.এস.এস কোডের নাম শুনছেন? আশা করি শুনেছেন আমি এই দুইটি কোড ব্যবহার করে একটি ছোট্ট বাটন তৈরী করব!

_______এই এপসটি ব্যবহার করে,
ওহ সরি, বলাই হয় নি কোন এপসটি ব্যবহার করে করব!

আসুন এপসটির নামটি জেনে নেই,
Name : AnWriter Free

_________আর এপসটাতে সবথেকে মজার বিষয় হলো এটাতে অফলাইনে কোনো নেট কানেকশন ছাড়া কোড লিখে সেটার প্রিভিউ করা যায়!

আসুন এপসটির স্ক্রিনশট দেখি,

স্ক্রিনশট এর আগে-পিছে কিছু লিখলাম না, কারণ যারা ওয়েবডিজাইন শিক্ষতে চান! তাদের এইটুকু নোলেজ থাকা দরকার,
 না থাকলে আপনি ওয়েব ডিজাইনার কিভাবে হবেন?   
এবার এপসটি ডাউনলোড করে নিনঃ

Download Now

তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন! 
_______________________________

ওয়েবসাইট বানাতে চান? 

-> ব্লগ সাইট
-> ই-কমার্স সাইট
-> নিউজপেপার সাইট
-> সোশ্যাল মিডিয়া
-> পিটিসি সাইট
-> পোর্টফোলিও সাইট

যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরী করতে আমার সাথে যোগাযোগ করুন…
Md Baijit Bustami

সৌজন্যেঃ TipsBD.Info