??আসসালামু আলাইকুম??
আশা করি সবাই ভালোই আছেন আর TrickBD এর সাথে থাকলে সবাই ভাল থাকবেন।
তো বন্ধুরা আমরা অনেকেই দেখেছি যে প্রায় প্রত্যেক হোস্টিং প্রোভাইডার হোস্টিং ও ডোমেইন প্রোভাইড করে।
খুব কম সংখ্যক হোস্টিং প্রোভাইডার ফ্রি হোস্টিং ও ফ্রি ডোমেইন প্রোভাইড করে থাকে।
যেগুলো ফ্রি হোস্টিং ও ডোমেইন হয়ে থাকে সেগুলো অনেক নিম্নমানের হয় ফলে কিছুদিন চালানোর পর তা সাসপেন্ড হয়ে যায় বা ব্যান হয়ে যায়।
এজন্য অনেক ইউজাররা সাইট তৈরিতে আগ্রহী হতে পারছেন না আবার হোস্টিং ও ডোমেইন কিনতে গেলেও তাদের পড়তে হচ্ছে অনেক খরচ এর মুখে।
এজন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ একটি সাইটের রিভিউ যেখান থেকে আপনাদের দিবে ফ্রি ডোমেইন এবং লাইফটাইম ফ্রি হোস্টিং আপনারা পাচ্ছেন এই হোস্টিং সাইটে অনেক ফিচার, =>
যেমন, আনলিমিটেড ব্যান্ডউইথ আনলিমিটেড অ্যাডন, আনলিমিটেড সাবডোমেইন, সফটকুলাস,আনলিমিটেড স্টোরেজ।তাই আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে আপনি একটি ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং খুব সহজেই পেয়ে যাবেন।
প্রথমেই আমার দেওয়া লিংক এ click করুন,
তারপর লিঙ্কে গিয়ে এখানে আপনার ইচ্ছামত একটি ডোমেইন এর নাম দিয়ে সার্চ করুন আমি দিলাম freename
রেজিস্টার অপশন এসেছে তারপর রেজিস্টার এ ক্লিক করে নেক্সট পেজ ওপেন হবে সেখানে আপনাকে ফ্রি হোস্টিং এ ক্লিক করে কন্টিনিউ করতে হবে।
এরপর আপনার রেজিস্টার করা সেই ইমেইলে একটি এডমিন প্যানেল ও ভেরি ফিকেশন মেইল আসবে
তারপর লিংকটি কপি করে আপনার ব্রাউজারে দিয়ে ভেরিফাই করে নিন।
এবার মেইলে গিয়ে আর একটা মেইল পাবেন সেটা ওপেন করে Cpanel url পেবেন, তা ব্রাউজারে পেস্ট করে আপনার ইমেইল এবং আপনার দেওয়া সেখানকার পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন দেখুন একটি সিপানেল ওপেন হয়ে গেছে
এখান থেকে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস জুমলা যেকোনো কিছু ইন্সটল করতে পারবেন অথবা FTP প্যানেল থেকে ইচ্ছামত স্ক্রিপ্ট আপলোড দিয়ে সাইট বানাতে পারবেন।
(বি:দ্র: যেহেতু ফ্রি সেহেতু ফিশিং বা অন্য কোন একটি হ্যাকিং সাইট না বানানোই উত্তম,এতে সাইট সাসপেন হতে পারে।)
ব্যাস হয়ে গেলেন আপনি এখন একটি ওয়েবসাইটের মালিক।
তো বন্ধুরা আমাদের আজকের এই ট্রিক এখান পর্যন্তই পরবর্তীতে দেখাবো কিভাবে WP install করবেন ও ডিজাইন করবেন,
ততক্ষণ সাথেই থাকুন,