Site icon Trickbd.com

[Limited Offer]কুপন ব্যবহার করে এখনি নিন মাসিক ২০ জিবি ব্যান্ডওইথ এর হোস্টিং নিন মাত্র ১৮০ টাকায় ১ বছরের জন্য

Unnamed

প্রথমেই সকলকে বলছি সচেতন থাকুন, ঘর থেকে বের হলে নিজের নিরাপত্তা নিজে নিয়ে বের হবেন। এবং একে অন্যের প্রতি সহানুভূতি দেখাবেন।

তাহলে চলুন শুরু করা যাক।

কুপন কোড ঃ EF5020

WHMCS এর এপ্রুভাল পাওয়া হোস্টিং কোম্পানি aexserver.com

এই কুপন কোড ব্যবহার করে aexserver.com এর যেকোনো হোস্টিং প্যাক এ ৫০% ডিস্কাউন্ট এ নিতে পারবেন ১ বছরের জন্য।
তাদের হোস্টিং এ রয়েছে pure SSD, Lifetime Free SSL, Free SEO Tool, Email filter,Free DNS Management + Highest Level Security + Free Privacy Protection + Email Forwarding, Cpanel, এবং যথেষ্ট ফাস্ট রেসপন্স।

# তাদের সেবার সিস্টেমটা ভালো লাগায় আমি নিজে নিয়েই ট্রিকবিডি তে পোস্ট করতেছি। আশা করি আপনারাও উপকৃত হবেন এবং aexserver.com তাদের সেরা সেবা দিবে।তাই আমার সাইটের জন্য হোস্টিং টা নিয়েই নিলাম aexserver.com থেকে।

#এবার আমি যেই ডোমেইন দিয়ে সাইট বানাব সেই ডোমেইন এর নাম এখানে ব্যবহার করছি।
যেহেতু আমাএ ডোমেইন কিনা আছে আর সেটির জন্য হোস্টিং নিব তাই সাইটের ডোমেইন টা লিখে দিলাম।

#ভাই আমি গরিব মানুষ তাই আপাদত ছোট হোস্টিং থেকেই যাত্রা শুরু করছি।তাই প্রথমে দেওয়া হোস্টিং,মাসে 0.35 ডলারের টা নিচ্ছি।যা কুপন দিয়ে অর্ধেক দাম করে নিব।

#এবার দেখাই যাচ্ছে পুরো ১ বছরের জন্য মাত্র ৪.২৮ ডলার, যা প্রায় ৩৫০ টাকার মতো।এবার উপরে দেওয়া কুপন EF5020 ব্যবহার করে ৫০% দাম কমিয়ে ২.১৪ করে নিলাম এবং Checkout করলাম।

#এবার আমার নাম,যেই মেইল এ হোস্টিং নিতে চাচ্ছি সেই মেইল এড্রেস, মোবাইল নাম্বার, ঠিকানা দিলাম।

#এবার পাসোয়াড এবং সিকিউরিটি প্রশ্ন দিয়ে দিলাম।

#এবার পেমেন্ট অপশনে বাংলাদেশ এবং নিচে পলিসিতে টিক দিয়ে আমার পেমেন্ট করে দিয়েছে।তাদের পেমেন্ট মেথড বিকাশ,নগদ,রকেটে করা যায়।পেমেন্টের সময় কোনো সমস্যার মুখোমুখি হলে সাইট থে

#এবার আপনার মেইল চেক করুন একটি কনফার্ম মেইল যাবে।

#এবং কিচ্ছুক্ষণ পরেই দেখবেন আপনার অর্ডার এবং পেমেন্ট ক্লিয়ার হবার মেইল চলে আসছে। এবং আপনার কন্ট্রোল প্যানেল এর সকল তথ্য মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

#যেকোনো সমস্যায় তাদের ফেইসবুক বা সাইটেই টিকিট এ অপশনে গেলে কিছুক্ষণ এর মাঝেই সবাধান করে দেয়।

#দেখুন আমার সার্ভিস এক্টিভ হয়ে গেছে।

Offer গুলো এখান থেকে দেখে আসুন

আলহামদুলিল্লাহ, আমি তাদের হোস্টিং এ আমার সাইট রান করিয়েছে।
ডেমো দেখুনঃ Web Proxy for Free

আশা করি আপনাদের আমার পোস্ট ভালো লেগেছে।এই পোস্ট মূলত তাদের জিন্য যারা আমার মতো নতুন শুরু করতে যাচ্ছেন।তবে টাকার সল্পতায় ভালো হোস্টিং নিতে পারছেন না।তাছাড়া যাদের টাকা আছে তাড়াও ট্রাই করতে পারেন।যথেষ্ট ভালো এবং রেস্পন্সিবল ওয়েব হোস্টিং কোম্পানি আমার মতে।

ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।আর যদি কোনো জিজ্ঞাসার থাকে তবে তাও করবেন।