আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লাইসেন্স প্রাপ্ত স্থায়ী কোম্পানির ডোমেইন হোস্টিং অফার।
কি সেই কোম্পানি?
MDN [M Dream Network] কোম্পানি। তাদের পথযাত্রা শুরু সেই ২০১৮ সাল থেকে। ইতিমধ্যে তাদের বেশ কিছু সাব ব্রান্ড তৈরি করে ফেলেছে। শিগ্রহই তা সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠবে বলে তারা আসা করছে।
৳৮৫ টাকায় XYZ অফারঃ
৳999 টাকায় 1GB SSD হোস্টিং অফারঃ
কিভাবে কিনবো?
Visit here পছন্দের ডোমেইন টি সার্চ করুন, এভেইলএভেল হলে এরকম দেখাবে। তারপর ››Add to cart ›› Checkout করে একাউন্ট খুলে অর্ডার প্লেস করে মেইল ভেরিফাই করে পেমেন্ট সম্পূর্ণ করলেই অক্টিভ হয়ে যাবে আপনার ডোমেইন টি।
আসাকরি আপনারা এটি পারবেন তাই অতিরিক্ত স্ক্রিনশট দিয়ে পোষ্ট বড় করলাম না। তবে হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
হোস্টিং প্যাক
কুপনঃ NEWMDN
কেনার সরাসরি লিংকঃ 1GB SSD Hosting Buy
›› Checkout করার সময় কুপনটি ব্যবহার করে কিনে ফেলুন সহজে।
কেনো MDN থেকেই কিনবো?
কত আইটি সাইট আসতে যেতে দেখলাম কিন্তু MDN হলো একটি স্থায়ী কোম্পানি, তাদের শুধু ডোমেইন হোস্টিং ই নয় তাদের রয়েছে এক বিশাল পরিধি। চলুন প্রুফ লিংক সহ সংক্ষেপে দেখে নিই তাদের। দেখার দরকার আছে, কারণ এই হাজারো ডোমেইন হোস্টিং প্রোভাইডারের ভিড় থেকে যেনো সঠিক টি বেছে নিতে পারেন এজন্যই।
MdnLimited
এটাই হলো তাদের মূল কোম্পানি।
১.ডোমেইন ২.হোস্টিং ৩.বাল্ক/মাস্কিং SMS ৪.ওয়েব ডেভালোপমেন্ট ৫.সফটওয়্যার ডেভালোপমেন্ট সহ ইত্যাদি। তাদেরঃ FB Page | FB Community | Twitter | LinkedIn
MdnShopBD
এটা তাদের একটি ই-কমার্স সাব ব্রান্ড। তাদেরঃ FB Page | FB Community | Twitter | LinkedIn
MdnFood
এটা তাদেরঃ একটি অনলাইনে নির্দিষ্ট এলাকা ভিত্তিক ফুড শপ। তাদের Fb Page | FB Community
MdnXpress
এটা তাদের নির্দিষ্ট এলাকা ভিত্তিক কুরিয়ার সার্ভিজ। তাদেরঃ FB Page
এবার নিজেই নিজেকে প্রশ্ন করুন, সাধারণ কোথাও থেকে কেনা বেটার হবে নাকি MDN থেকে বেটার হবে।
পরিশেষে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী হয়ে সবাইকে আবারো সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারো শিগ্রহই দেখা হবে প্রযুক্তির নতুন কেনো কিছুর সাথে, ইনশাআল্লাহ।
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন