আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..?
আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি
আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে
কিভাবে ফ্রীতে
★ওয়েব ডিজাইন,
★গ্রাফিক্স ডিজাইন ,
★অনলাইন মার্কেটিং শিখবো ।সো আপনারা সবাই পোষ্টটি মনোযোগ দিয়ে পরবেন নয়তো বুঝবেন না আর কোথাও সমস্যা হলে হলে অবশ্যই কমেন্ট করবেন। পোষ্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।
কোর্সটির বিবরণ:
অনলাইনে টাকা আয় করতে হলে আপনাকে আগে কিছু বিষয়ে দক্ষ হতে হবে , যেমনঃ গ্রাফিস ডিজাইনিং , লগো ডিজাইনিং, ফটোশপ , ওয়েব ডিজাইনিং , ডিজিটাল মার্কেটিং ইত্যাদি । অভিজ্ঞতা, জ্ঞান এবং ইচ্ছা ছাড়া আপনি কখনোই অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন না । বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর একটি প্রকল্পের মাধ্যমে সরকার থেকে বিনামূল্যে
দেশের 64 টি জেলায় এবং 492 টি উপজেলায় 50 দিনব্যাপী 200 ঘণ্টার অনলাইন ক্লাসের আয়োজন করেছে ।
ফ্রী কোর্স সমূহ:
০৩ টি কোর্সে এ প্রশিক্ষণ রেজিস্ট্রেশন চলছে ।
Full Free Course :
০১. Web Design and Development
০২. Graphic Design
০৩. Digital
কোর্সটি করতে যা কিছু লাগবে তার বিবরণ:
০১. আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে ।
০২. আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে ।
০৩. আপনার বাসায় অবশ্যই ব্রডব্যান্ড ইন্টারনেট থাকতে হবে ।
০৪. পর্যাপ্ত ইন্টারনেট কানেকশন থাকলেও হবে
০৫. ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে একটু হলেও ।
রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন:
০২. আপনার এনআইডি কার্ড এর নাম্বার / জন্ম নিবন্ধন এর নাম্বার ।
০৩. আপনার ইমেইল এড্রেস
০৪.ব্যক্তিগত মোবাইল নম্বর
০৫. পাসপোর্ট সাইজের ছবি ।
০৬. এবং আপনার স্বাক্ষর এর ছবি ।
এগুলা গেলো আপনার রেজিস্টার করা পর্যন্ত কাজ।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
এখন আর একটু কাজ আসে সেটা হলো এক্সাম দিতে হবে MCQ প্রশ্নের তাও আবার অনলাইনে
পরীক্ষার বিষয়বস্তু:
০১.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
০২ ইংরেজি 20 টা MCQ , (সময় ৩০ মিনিট)
পরীক্ষা নম্বর 20
পরীক্ষা দেওয়ার পরে আপনি উত্তীর্ণ হয়েছেন অথবা অনুত্তীর্ণ হয়েছেন সেটা দেখাবে , যদি উত্তীর্ণ হন তাহলে আপনাকে একটা রোল নাম্বার দেওয়া হবে সেই রোল নাম্বার টি আপনার সংরক্ষণ করে রাখবেন । মহিলাদের জন্য 30% কোটা বরাদ্দ রয়েছে .
অনলাইনে পরীক্ষা দেয়ার পরে আপনাকে ভাইভার জন্য ডাকা হবে । ভাইবাতে পাশ করলেই ক্লাশ করার সুযোগ পাবেন। তবে সম্ভবত দেশের যে অবস্থা তাতে অনলাইনে ভাইভা হতে পারে । সো টেনশন করার দরকার নাই
??????????????????
এখন চলুন কিভাবে রেজিস্টার এবং পরীক্ষা দিবেন
তো ভালো ভাবে পোষ্টটি দেখুন:
প্রথমে নিচের দেওয়া অফিসিয়াল লিংকে ক্লিক করুন
রেজিস্ট্রেশন ফ্রম টি ওপেন করুন
তারপর নিচের মত আসবে একটি পেজ
তারপর নিচের মত registration click
তারপর নিচের মত করে আপনার সব ডিটেইলস সাবমিট দিন। কি কি লাগবে সেটা আমি ওপরে বলে দিয়েছি ।
ভালো ভাবে সব সাবমিট দিন আপনার আইডি কার্ড অনুযায়ী।
তারপর সাবমিট ক্লিক করে দিন
এখন আপনাদের সামনে ২০ টি MCQ প্রশ্ন আসবে নিচের মত। সময় থাকবে ৩০ মিনিট।
আমার মতো MCQ আসতে পারে কিংবা একটু আলাদা সো সব উত্তর দিয়ে দিবেন ।
তারপর ফিনিস এক্সামে ক্লিক দিয়ে দিন
নিচের মত আপনাকে congratulations জানাবে এবং একটা কোড দেওয়া হবে ।
তারপর আপনার দেওয়া ফোন নাম্বারে অথবা জিমেইল এ ওরা জানাই দিবে কবে ভাইভা এক্সাম দিতে হবে।
তবে এক্সাম অনলাইনে হবে কেননা সবাই জানেন যে দেশের অবস্থা
এই ছিলো আজকের পোস্ট, নেক্সট আরো ওন্য কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। তাই সবাই সতর্কতা অবলম্বন করি।
#StayHome#StaySafe
পোষ্টটি অনেক সময় দিয়ে করা হয়েছে, তাই সবাই একটি করে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পোস্ট করার মত উৎসাহ দিয়ে যাবেন।কোনো খানে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন
আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ।