Site icon Trickbd.com

w3schools এর অফলাইন ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৩২ এমবি

Unnamed

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের এই পোস্টটি কি নিয়ে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব w3schools এর অফলাইন ভার্সন। যেটির সাইজ মাত্র ৩২ এমবি।

আপনারা হয়তো জানেন w3schools ওয়েবসাইট প্রোগ্রামিং শেখার জন্য অনেক জনপ্রিয়। এই ওয়েবসাইটি থেকে html থেকে শুরু করে Php, java, python এর মতোন প্রোগ্রামিং ভাষা শেখা যায়।

কিন্তু, সমস্যা হলো w3schools সাইটি এক্সেসের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়ে। তাই আমরা যদি এর অফলাইন ভার্সন ডাউনলোড করি তাহলে ইন্টারনেট কানেকশন ছাড়া w3schools ব্যবহার করতে পারব। এতে করে আমাদের যেমন এমবি বাঁচবে (বিশেষ করে যাদের বাসায় Wifi নেই) তেমনি এর পাশাপাশি খুব দ্রত w3schools এর যেকোন পেইজ ওপেন করতে পারব। ফলে সময়ও বাঁচবে।

তো, তাহলে আর দেরি কেন ডাউনলোড করে নেওয়া যাক w3schools এর অফলাইন ভার্সন –

ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে extract করে নিন এরপর index.html ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করুন।

W3school offline version screenshot



এই ছিল আজকের টিউন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। কোথাও কোন সমস্যা হলে অথবা পোস্টটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

Exit mobile version