আসসালামু আলাইকুম।।
কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন।
আজ থেকে একটা ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করছি যেখানে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি প্রশ্ন উত্তর ভিত্তিক ওয়েবসাইট তৈরি করা যায়।
প্রথমেই বলে রাখি এই টিউটোরিয়াল এ WordPress CMS দিয়ে ওয়েবসাইট তৈরি হবে না। এই টিউটোরিয়ালে Question2Answer CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করা হবে।
এখন কেউ যদি বলেন ভাই এটা তো WordPress দিয়ে করা যাবে।। তাকে বলবো ভাই WordPress দিয়ে তৈরি করা গেলেও Question2Answer CMS এর মতো ফিচার পাবেন না।। কারণ WordPress মূলত Blog, News ইত্যাদি ওয়েবসাইটের জন্য ভালো।
তো বেশি কথা না বলে আজকের টিউটোরিয়াল শুরু করি।।
Question2Answer CMS এর ফিচার
- সহজেই সেটআপ করা যায়
- দ্রুতগতির এবং নিরাপত্তা ব্যবস্থা ভালো
- এসইও রেস্পন্সিভ
- বিভাগ সিস্টেম
- ভোট দেওয়ার ব্যবস্থা আছে
- মন্তব্য এবং উত্তর দেওয়ার ব্যবস্থা আছে
- পয়েন্ট অনুযায়ী পদ এবং ক্ষমতার ব্যবস্থা
- Rss ফিড
- কাস্টম থিম
- কাস্টম প্লাগইন
- মাল্টিপল ভাষা
- ইত্যাদি
Demo
Demo Screenshot
Q2A CMS Download
CMS ডাউনলোড হয়ে গেলে এবার আপনার হোস্টিং cPanel এ চলে যান।।
Create a Database
Q2A install করার জন্য প্রথমে আপনাকে নতুন Database এবং Database User তৈরি করে নিতে হবে।।
File Upload and Extract
এবার আপনার File Manager এ যান এবং যে ডিরেক্টরি তে ওয়েবসাইট বানাতে চান সেই ডিরেক্টরি তে যান। তারপর Download করা ফাইলটা আপলোড করেন এবং Extract করে নিন।
এখন question2answer.. ফোল্ডারে যান এবং সব ফাইল Move করে যে ডিরেক্টরিতে ওয়েবসাইট বানাবেন সেই ডিরেক্টরিতে নিয়ে যান।।।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন।।
ধন্যবাদ।
সৌজন্যেঃ
UltraHostBD.Com