আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন ট্রিক নিয়ে ।
আপনি আমার এই পোষ্ট টি যদি দেখে থাকেন তাহলে কোথায় দেখতে পাচ্ছেন ? সোজা উত্তর ট্রিক বিডিতে । ট্রিক বিডি একটা ওয়েবসাইট । ইন্টারনেট এ এরকম কোটি কোটি ওয়েবসাইট আছে । সব ওয়েবসাইট এক না । ওয়েবসাইট ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয় CMS
CMS হচ্ছে Content Management System
কিছু জনপ্রিয় সি এম এস হচ্ছে WORDPRESS , JOOMLA , DRUPAL, LARAVEL , SHOPIFY
সব ওয়েবসাইট সেম সি এম এস ব্যবহার করে না । অনেক সময় জানার দরকার হয় একটি ওয়েবসাইট কোন সি এম এস দিয়ে ম্যানেজ করা হয় । আজকে আমরা কোন একটা ওয়েবসাইট এ ব্যবহার হওয়া সি এম এস এর নাম খুঁজে বের করবো ।
ওয়েবসাইট এর সি এম এস এর নাম খুঁজে বের করার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে ।
১। প্রথমে এই ওয়েবসাইট এ চলে যান
২। যাওয়ার পর দেখবেন একটা URL ইনপুট দেওয়ার বক্স আছে । এখানে আপনাকে আপনার টার্গেট ওয়েবসাইট এর অ্যাড্রেস টা দিতে হবে ।
৩। অ্যাড্রেস দিয়ে DETECT CMS এ ক্লিক করলে সিএমএস এর নাম খুঁজতে শুরু করে দিবে । কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার জবাব দিয়ে দিবে ।
বলা বাহুল্য যে , বর্তমান ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় CMS হচ্ছে ওয়ার্ডপ্রেস । পৃথিবীর মোট ওয়েবসাইটের প্রায় অর্ধেক ওয়ার্ডপ্রেস CMS দিয়ে তৈরি । অন্য CMS গুলো ওয়ার্ডপ্রেস এর ধারে কাছেও নেই ।
আমাদের পরিচিত ট্রিকবিডি ও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ।