Site icon Trickbd.com

এসইও কেনো শিখবেন? এসইওর গুরুত্ব, কোথা থেকে শিখবেন বাংলায় A to Z SEO?

Unnamed

এসইও কি?
এসইও কেনো শিখবেন?
কোথা থেকে শিখবেন?
বাংলায় কোথা থেকে এ টু জেট এসইও শিখবো?
সবই বলবো, ধৈর্য সহকারে পড়ুন পোস্ট টি

Search Engine Optimization শব্দটির সংক্ষিপ্ত নাম হলো SEO
Search Engine Optimization শব্দটি লং বিধায় একে সংক্ষেপে আমরা সবাই SEO বলে থাকি।

SEO (Search Engine Optimization) কি?

সংক্ষেপে বলা যায়, SEO হলো একটি ওয়েবসাইটের বা ব্যাবসার প্রান।
প্রান ছাড়া যেমন, একটি প্রানী বেচেঁ থাকতে পারেনা তেমনি একটি ওয়েবসাইট টিকে থাকতে পারেনা কমপ্লিট এসইও ছাড়া।

কোথা থেকে এসইও শিখবেন?

আপনি প্রিমিয়াম কোর্স করে এসইও শিখতে পারেন, অথবা গুগল করে শিখতে পারেন।

এসইও কেনো শিখবেন?

আপনি যদি একটি ওয়েবসাইট তৈরী করতে চান, বা ওয়েবসাইট থাকে তাহলে এসইও শেখা আপনার জন্য জরুরী।

আমরা সবাই জানি, একটা ওয়েবসাইটের প্রান হলো ভিজিটর।
এখন একটু গভীরভাবে চিন্তা করুন ভিজিটর কিভাবে পাবেন যদি সাইটটি এসইও ই করতে না জানেন?

কমপ্লিট এসইও করলেই তো ভিজিটর আসবে, তাইনা?
তাহলে আমরা বলতে পারি একটি ওয়েবসাইটের প্রান হলো এসইও ।

বাংলায় কোথা থেকে এ টু জেট এসইও শিখবো?

ড্রিম একাডেমী থেকে শিখতে পারেন, A to Z এসইও।

ওয়েবসাইটে এডসেন্স দিয়ে হিউজ পরিমাণে ইনকাম করতে চাইলে জানতে হবে এসইওঃ

মনে করুন, সুমন একটি ওয়েবসাইট তৈরী করলো এডসেন্স দিয়ে আর্ন করার জন্যে।
সে অনেকগুলো আর্টিকেল লিখে তার ওয়েবসাইট টিতে প্রকাশ ও করলো।

কিছুদিন পর সুমনের ওয়েবসাইটি এডসেন্স এপ্রুভাল ও পেলো, এখন সুমনের আর্ন করার পালা ……..
প্রথম ১ মাসে তার আর্ন হলো মাত্র ০.৫ সেন্ট।
দ্বিতীয় মাসে ইনকাম হলো ০.৭ সেন্ট এবং তৃতীয় মাসে হলো ০.৮ সেন্ট।
এভাবে বেশ কিছু মাস যাওয়ার পরে সুমন সিদ্ধান্ত নিলো ওয়েবসাইট টি ক্লোজ করে দিবে, তার শখ মিটে গেছে ওয়েবসাইটে এডসেন্স দিয়ে আর্ন করার।
এবার সে ক্লোজ করে দিলো সাইটটি।

সুমনের মতো হাজারো লোকে এসইও না জানার কারনে এভাবে ব্যর্থ হচ্ছে।

এডসেন্স একাউন্টে CPC Rate খুবই কম থাকেঃ

ইচ্ছে মতো পোস্টের টাইটেল দিলেই কিওয়ার্ড হয়না, আর সেটি র্যান্ক পায়না সার্চ ইন্জিনে।
কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অবস্থান, কিওয়ার্ড ডেনসিটি সঠিকভাবে না জানলে CPC সারাজীবন ই ০.২ বা এর কমই থাকবে।

আমার বন্ধু তুষাত আমাকে বলেছিলো, যেটাই করতে চাওনা কেনো, আগে সঠিকভাবে শিখো তারপরে মাঠে নামো, না হলে হেরে যাওাটাই স্বাভাবিক।

ওর কথাটার মূল্য তখন বুঝতে পারিনি, সত্যি হলো, যদি কারো সাথে কথা বলতে চান সেটাও শিখতে হয় যে, কিভাবে একজনের সাথে সুন্দর করে কথা বলতে হয়।

যদি পোস্ট বা আর্টিকেল লিখতে চান সেখানেও শেখার ব্যপার রয়েছে, না শিখে কোনো কিছুতেই সফল হওয়াটা সহজ নয়।

ওকে অনেক কিছুই তো বলে ফেললাম, এবার শেষ কথায় আসি।

Dream Academy স্বপ্নদ্রষ্টা লোকদেরকে কমপ্লিট এসইও শিখানোর জন্য ২০ জন স্টুডেন্টস নিয়ে শেখানো শুরু করতে চাচ্ছে ১ তারিখ থেকে।

কোর্সটিতে রয়েছে, ৭ টি অধ্যায় এবং ৩৫+ পোস্ট। বোনাস আর্টিকেল ৭ টি।

অধ্যায়ঃ ১

নিশ বা টপিক সিলেকশন।
ডোমেইন সিলেকশন।
কিওয়ার্ড সিলেকশন।
কিওয়ার্ড রিসার্চ।

অধ্যায়ঃ ২
অনপেজ এসইও।

অধ্যায়ঃ ৩
অফ পেজ এসইও।

অধ্যায়ঃ ৪
ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন।

অধ্যায়ঃ ৫
টেকনিক্যাল এসইও।

অধ্যায়ঃ ৬
লিন্ক বিল্ডিং।

অধ্যায়ঃ ৭
লোকাল এসইও।

এই কোর্সটি সম্পন্ন করে, নিচের কাজগুলো করতে পারবেন।

(১) নিজের ওয়েবসাইট এসইও করতে পারবেন।

(২) ক্লায়েন্টের ওয়েবসাইট এসইও করতে পারবেন।

(৩) এসইও সেক্টরে চাকরি করতে পারবেন।

(৪) এসইও স্কিল সেল করতে পারবেন মার্কেটপ্লেসে।

১ম অধ্যায়ের লেসন গুলোতে কি কি থাকছে দেখে নিনঃ

১। নিশ বা টপিক সিলেকশনঃ

১. নিশ কি বা নিশ সিলেকশন কি?
২. নিশ কত প্রকার ও কি কি?
৩. এভার গ্রিন নিশ কত প্রকার ও কি কি?
৪. ১০ টি জনপ্রিয় নিশের তালিকা
৫. নিশ নির্বাচনের পূর্বে কমপক্ষে যে ২টি বিষয় মাথায় রাখতে হবে।
৬. নিশ মার্কেটিং কি ?

২। ডোমেইন সিলেকশনঃ

(১) ডোমেইন নাম কি?
(২) ডোমেইন নাম বলতে কি বোঝায়?
(৩) ডোমেইন নাম কত প্রকার? কি কি?
(৪) টার্গেটেড ডোমেইন নাম কি?
(৫) বাংলা শব্দ ডোমেইন নাম কি?
বাংলিশ শব্দ ডোমেইন নাম কি?
বাংলা শব্দ ডোমেইন নাম বলতে কি বোঝায়?
(৬) প্রতিশব্দ ব্যবহার করে ডোমেইন নাম খুঁজুন
(৭) সংক্ষিপ্ত ডোমেইন নাম কেনো ব্যবহার করবেন?
(৮) ডোমেইন নামের সাথে হাইফেন (-) বা সংখ্যা(6) যুক্ত করা ভালো না
(৯) ডোমেইন নাম সিলেকশন

৩। কিওয়ার্ড সিলেকশনঃ

(১) কিওয়ার্ড কি?
(২) কিওয়ার্ডের প্রকারভেদঃ
(৩) Keyword Density কি?
(৪) Keyword Density কত পার্সেন্ট রাখা উচিৎ?
(৫) Keyword Density এর গুরুত্বঃ
(৬) Keyword Research কিভাবে করে?

প্রথম অধ্যায়ের লেসনগুলোর সূচি দেওয়া হলো মাত্র।

[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
Exit mobile version