আসসালামু আলাইকুম!
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
আজকে আমি আপনাদের সাথে একটি লাইভ রেডিও স্ট্রিমিং সাইট স্ক্রিপ্ট শেয়ার করব। এটি সম্পূর্ণ আমার নিজের তৈরি একটি স্ক্রিপ। এটি শুধু HTML,CSS এবং JavaScript ব্যবহার করে তৈরি করা হয়েছে। যদিও PHP ব্যবহার করা যেত, কিন্তু এর তেমন কোন প্রয়োজন নেই। এটি খুব সিম্পল একটি স্ক্রিপ্ট। আর সবগুলো চ্যানেলের লিংকই Jagobd.Com থেকে কালেক্ট করা হয়েছে যা পূর্বে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, কিন্তু এটাতে Jagobd থেকে ভাল পারফর্মেন্স পাবেন।
ফিচারসমূহঃ
- ১৬ ওয়ার্কিং রেডিও চ্যানেল।
- কাস্টম অডিও প্লেয়ার।
- কাস্টম ভলিউম কন্ট্রোলার।
- এসইও ফ্রেন্ডলি ইউআরএল।
- ফাস্ট লোডিং। ইত্যাদি।
স্ক্রিনশটঃ
লাইভ ডেমোঃ
সেটআপ/ইন্সটলঃ
এটি সেটআপ করা খুবই সহজ। জিপ ফাইটি ডাউনলোড করে আপনার হোস্টিং এর ফইল-ম্যানাজারে আপলোড করে আনজিপ করে দিলেই হয়ে যাবে। এটি ফ্রি হোস্টিংয়েও কাজ করবে।
ডাউনলোডঃ
আজকের টপিক এই পর্যন্তই। যেকোন সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…