Site icon Trickbd.com

ফেসবুকে আপনার ওয়েবসাইটের ইউআরএল ব্লক হয়ে গেলে আনব্লক করার উপায় জেনে নিন

Unnamed

ফেসবুক আপনি যদি বার বার একই লিঙ্ক বিভিন্ন জায়গায় যেমনঃ পেজ, গ্রুপ, নিজের টাইমলাইন, বন্ধুদেরকে মেসেজ করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটের লিংকটি ব্লক খাওয়ার সম্ভাবনা রয়েছে ফেসবুক থেকে।

এছাড়াও আরো অনেক কারনের জন্যে ফেসবুক ওয়েবসাইটের ইউআরএল ব্লক করে রাখে, যা নিয়ে আমি অলরেডি পোস্ট করেছি এই ব্লগে আপনি ব্লগার ক্যাটেগরি থেকে পড়ে নিতে পারেন।

সো এখন মনে করি আপনার সাইটের ইউআরএল টি অজানাবশত ফেসবুকের রুলস অমান্য করার কারনে ব্লক হয়েই গেছে, এখন আনব্লক করার উপায় কি?

নো টেনশন ব্রাদার এটা নিয়ে বেশী চিন্তা করার কিছু নেই, আপনি যাস্ট ফেসবুক ডেভেলপার টিমকে আপনার ওয়েবসাইটের ইউআরএল টি যে ব্লক হয়ে গেছে ফেসবুক থেকে এটা সুন্দর করে তাদেরকে জানাবেন মেসেজ করে তাহলেই তারা আনব্লক করে দিবে আপনার সাইটের ইউআরএলটি।

কিন্তু আপনাকে ১ দিন অথবা ৩মাস ও ধৈর্যধারন করে অপেক্ষা করতে হবে।
আপনার যদি কোনো ভুল না করে থাকেন অর্থাৎ ফেসবুকের রুলস অমান্য করেননি কিন্তু তারা আপনার সাইটের ইউআরএলটি ব্লক করে রেখেছে সেক্ষেত্রে দেখা যায় ১ দিনের মধ্যেই খুলে দেয়।

আর যদি রুলস বেশীই অমান্য করেন তাহলে এক্সপার্টদের কাছে শোনা যায় কিছুদিন পরে আনব্লক করে ইউআরএল।

তবে আপনি যদি ফেসবুক ডেভেলপার টিমকে মেসেজ না ও করেন তাহলে ও কিন্তু আপনার ওয়েবসাইটের ইউআরএল টি কয়েকমাস পর আনব্লক করে দিবে এটা নিয়ে টেনশনের কিছু নেই।

১মে ডেভেলপার টুলসে যান এখানে ক্লিক করে
অবশ্যই গুগলক্রম ব্রাউজার ব্যবহার করবেন

১। এরপর নিচের স্কিনসটটির মতো এন্টারপেজ আসবে, আপনি শেয়ারিং ডিবাগার ক্লিক করবেন।

২। এরপর নিচের মতো একটি বক্স দেখতে পাবেন খালী বক্সে ফেসবুকে থেকে ব্লক হয়ে যাওয়া ওয়েবসাইট ইউআরএল টি পেস্ট করে ডিবাগ এ ক্লিক করুন।

৩। এরপর ইররোর মেসেজ দেখতে পাবেন, এবং লেট আস নো তে ক্লিক করবেন।

৪। এরপর একটি খালী বক্স পাবেন সেখানে এক্সপ্লেইন করুন আপনার সমস্যা টি, যদি ইংরেজী কম পারেন তাহলে, আমি একটি মেসেজ লিখে রেখেছি সেটি কপি করে কাজ চালাতে পারেন কোনো সমস্যা নেই।
মেসেজের ওয়েবসাইট লিন্ক চেন্জ করে আপনার সাইটের লিংক দিবেন এবং সেন্ডে ক্লিক করবেন মেসেজটি।

মেসেজ টি এখান থেকে কপি করুন

৫। এরপর এরকম দেখতে পাবেন, এখন অপেক্ষা করুন, কিছুদিন বা কিছু মাসের মধ্যো আনব্লক হয়ে যাবে।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
Exit mobile version