আশা করি সবাই ভালো আছেন
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই।
আজকে দেখাব কিভাবে একটা ডোমেইন এক বছরের জন্য ফ্রী নিবেন তা।
অফার টা নেওয়ার জন্য কি কি লাগবে সেটা একটু জেনে নিই প্রথমেই
একটা ইমেইল এড্রেস
একটা মোবাইল নাম্বার
একটা PayPal অ্যাকাউন্ট with Card Link
ত চলুন এবার আসি আসল কথায়
কিভাবে এই অফার এর মাধ্যমে ফ্রী ডোমেইন টা নিবেন
প্রথমেই নিচের লিংকে প্রবেশ করুন
এবার লিংকটিতে যাওয়ার পরে আপনাকে নিচের মত একটা পেইজ দেখাবে।
এবার আবার নিচের ছবির মত প্রথম ঘরে যে কোন একটা কারণ যোগ করে নিন
এবং
পরের ঘরে আপনি যে নামে ডোমেইন নিবেন সেই নাম দিন অথবা আপনার নিজের নাম দিন কোন সমস্যা নেই।
এবার এখানে সবকিছু সঠিকভাবে দিন
নাম,ইমেইল, পাসওয়ার্ড।
পাসওয়ার্ড দেওয়ার সময় abc,ABC,&#@%16562 এগুলো থেকে মিশ্র করে ব্যবহার করবেন। কারণ এটা তাদের শর্ত।
সবকিছু সঠিকভাবে দেওয়া হলে এবার by agree তে Mark দিয়ে Continue তে ক্লিক করবেন
এবার এখানে Paypal সিলেক্ট করে নিন।
এবার আবার by agree দিয়ে চালিয়ে যান
এখন আপনাকে PayPal Login করতে হবে
এবার ওখানে কন্টিনিউ দিয়ে কাজ শেষ।
Congratulations Order Successful লিখা আসবে।
এবার ডোমেইন নেওয়ার পালা।
ডোমেইন আপনি যেকোনো সময় নিতে পারবেন তব তার আগে আপনার মেইল ভেরিফাই করে নিতে হবে। Orded Confirmed হওয়ার পর আপনাকে Mail verify এর লিংক পাঠানো হয়েছে।
সেটা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে মেইল ভেরিফাই করে নিতে হবে অন্যথায় আপনি ডোমেইন পাবেন না।
এবার ভেরিফাই কমপ্লেট হলে নিচের লিংকে গিয়ে Login করে নিন
এবার দেখবেন Claim Domain in 2 minutes লিখা আছে।
সেখানে ক্লিক করবেন।
এবার আপনার কাঙ্খিত ডোমেইন সার্চ করে রেজিস্টার করে নিন বেশ আপানার কাজ শেষ।
এবার আপনি আপনার ডোমেইন ব্যবহার করতে পারেন blogger বা wordpress বা অন্যান্য যেকোনো কাজে।
পরবর্তী পোস্ট আসবে PayPal Account কিভাবে খুলবেন with Link Mastercard Card।
পরবর্তী পোস্ট সবার আগে পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Domain Giveway এর আয়োজন করা হয়েছে আমাদের সাইটে
Educoxbd.com
Domain Giveway পেতে ভিজিট করুন আমাদের Facebook Group এ ।
ধন্যবাদ আজকের মত এখানেই শেষ করলাম।