Site icon Trickbd.com

পৃথিবীর সবচেয়ে কমদামে ডোমেইন হোষ্টিং। (বাংলাদেশী ট্রাস্টেড সাইট)

Creative abstract global internet communication PC technology and web telecommunication business computer concept: macro view of group of color cubes with domain names on laptop or notebook keyboard with selective focus effect

আসসালামু আলাইকুম । (সালামের উত্তর টা এবার কমেন্ট বক্সে লিখে ফেলুন তো)

কেমন আছেন সবাই ? আশা করি ট্রিকবিডির সাথে ভালো আছেন । আসলে আমার পরিক্ষা চলছিলো। তাই ট্রিকবিডি তে তেমন  সময়ই দিতে পারছিলাম না। এবার ভাবছি ট্রিকবিডির জন্য একটু নড়ে চড়ে বসবো।


১ম কথা পোষ্টটাকে কোনভাবেই প্রোমট ভেবে ভুল করবেন না । কেননা অনেকেরেই এতে উপকার হবে বলে আমি মনে করি । অনেকেই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশ্বস্ত ও ভালো কোম্পানী খুজেন । তাদের জন্য আমার এই পোষ্ট টি নিয়ে আসা ।


চলুন শুরু করা যাক,,,

আজকে আমি যে কোম্পানী টি নিয়ে আলোচনা করতেছি, তারা মুলত একটি বাংলাদেশী হোষ্টিং কোম্পানী । নাম: MunniHost.Com । তারা প্রায়ই তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ডোমেইন হোষ্টিং অফার দিয়ে থাকে । যা আমার জানামতে বা রিসার্চমতে পৃথিবীর কোথাও এতো কম দামে ডোমেইন হোষ্টিং সার্ভিস দিতে দেখি নাই ।

এক নজরে তাদের কিছু ডোমেইন হোষ্টিং প্যাকেজ:

তাদের সার্ভিস যেকারণে ভালো লেগেছে এবং যেকারণে ট্রিকবিডিতে তা শেয়ার করছি ।

  1. তাদের সবথেকে বড় ভালো লাগার মতো বিষয়টি হচ্ছে তাদের সাপোর্ট টীম ।
  2. হোষ্টিং কোয়ালিটি এবং স্পিড অনেক ভালো । (0.2সেকেন্ড লোডটাইম)
  3. বিকাশ/রকেট এ টাকা পাঠানো যায় । ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই ।
  4. কোন সমস্যায় ইনস্ট্যান্ট সমাধান করে দেয় । ২৪ঘন্টা যেকোন সময় তাদের অনলাইনে পাই ।
  5. ব্রান্ডউইথ/ইমেইল/ডাটাবেজ/এডন সবকিছু আনলিমিটেড
  6. বিভিন্ন প্রিমিয়াম থীম/স্ক্রীপ্ট/প্লাগিন তারা তাদের সমস্ত কাষ্টমারকে ফ্রীতে দেয় ।
  7. তাদের WHMCS & cPanel লাইসেন্স করা আছে । যা কাষ্টমারের ডাটা সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয় । তাই নিশ্চিন্তে তাদের থেকে ডোমেইন হোষ্টিং কেনা যায় । চাইলে চেক করতে পারেন তাদের লাইসেন্স ।
  8. WordPress, Node js, Ruby, Python, Php latest version supported.

আরেকট কথা, ইদানিং তারা বাংলাদেশের বেকার যুবকদের জন্য ফ্রী ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স ফ্রীতে সকলের জন্য উন্মুক্ত করেছে । যেখান থেকে চাইলে যেকেউ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স করতে পারে (শর্ত প্রযোজ্য)।

এক কথায় আমার দিক থেকে তাদের সার্ভিস, সাপোর্ট, ব্যবহার সবকিছু অনেক ভালো লাগে ।
আশা করি আপনারাও তাদের সার্ভিস নিয়ে উপকৃত হবেন ।

অর্ডার করতে ভিজিট করুন: MunniHost.Com

কোন সমস্যা বা কোন কিছু না বুঝলে সরাসরি তাদের সাপোর্ট টীমে যোগাযোগ করতে পারেন । তারা আপনাকে যেকোন বিষয়ে সহযোগিতা করবে ।

কিছু কথা, যা না বললেই নয়: মূলত তারা এতো কম দামে সার্ভিস প্রদান করে বলে এটা ভাববেন না যে তাদের সার্ভিস খারাপ হবে । প্রথমে আমিও এমনটাই ভেবেছিলাম। তাই বেশ কিছুদিন তাদের সাইট ঘাটাঘাটি করি। এবং পরিচিত কয়েকজন বন্ধুকে বলি। তারা সবাই আমাকে বেশ ভালো ফিডব্যাক দিয়েছে। আমি বুঝলাম- আসলে তাদের মেইন বিজনেস ডোমেইন হোষ্টিং সেল করা নয় । তাদের মেইন বিজনেস ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। সুতরাং, তারা এই বিজনেস এ এতো কম দামে সার্ভিস প্রোভাইড করতেই পারে। [সোর্স: তাদের ওয়েবসাইটে তারা এ বিষয়ে একটি আর্টিকেল লিখে রাখছে ।]


 




যাইহোক,

আজ আর লিখছি না।

এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।

এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।

আশাকরি বুঝতে পারবেন।



আমার অন্যান্য পোস্টঃ

০১. লাইভ টিভি দেখার সেরা অ্যাপ। BDIX Server

০২. সারা জিবনের ডিলিট হওয়া ডাটা রেকভার করুন। ক্র্যাক নিন ফ্রি তে।

০৩. Adobe After Effects সফটওয়্যার। Torrent থেকে।

০৪. মোবাইল দিয়ে যারা ইউটিউবে কাজ করতে চান। তাদের জন্য বিস্তারিত পোস্ট।

০৫. আপনার মেইল বক্সটি সাজিয়ে রাখুন । প্রয়োজনীয় মেসেজ গুলো আর মিস হবে না।

০৬. যে কোনো Windows আপডেট বন্ধ করার সঠিক নিয়ম।

০৭. বাজার থেকে DVD কিনে তা থেকে iso বানিয়ে কম্পিউটারে রেখে দিন।

০৮. আপনার নিজের নামেই DJ গান বানান।

০৯. অসাধারণ একটা ক্যামেরা অ্যাপ। সব মোবাইলের জন্য।

১০. এক ক্লিক, সমস্ত অডিওর থাম্বনেইল পরিবর্তন করুন।



ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

প্রয়োজনীয় ১২০+ ভিডিও নিয়ে

আমার একটি ইউটিউব চ্যানেল আছে।

দাওয়াত খাইতে এখানে ক্লিক করুন।

6k+ Subscribe এর জন্য সকলের কাছে আমি ঋনী।

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন
Exit mobile version